জাতীয়
- পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। এর আগে ২০১৬ সালে ২৯ আগস্ট বাংলায় ‘বাংলা’, হিন্দিতে ‘বঙ্গাল’ ও ইংরেজিতে ‘বেঙ্গল’ করার প্রস্তাব নেওয়া হয়েছিল, যদিও বিরোধী পক্ষ শুধু একটি নামই পাঠাতে পরামর্শ দিয়েছিল। কেন্দ্রও প্রস্তাব ফেরত পাঠায় এই বলে যে, তিনটি নয়, যে-কোনো একটি নাম চূড়ান্ত করতে হবে।
- বিহারের মজফফরপুরে সরকারি হোমে মহিলা আবাসিকদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
- কার্গিল সংঘর্ষের ১৯তম বিজয় দিবস পালিত হল উপযুক্ত মর্যাদায়।
আন্তর্জাতিক
- পাকিস্তানের ১৯তম প্রধনমন্ত্রী হচ্ছেন ইমরান খান। ১৯৫২ সালের ৫ অক্টোবর লাহোরে জন্ম তাঁর। ১৯৭১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ইমরানের নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ১৯৯৬ সালের ২৫ এপ্রিল তিনি প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ পাকিস্তান। এদিন ভাবী প্রধানমন্ত্রী হিসাবে জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। যদিও তখনও পাক নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেনি। সর্ব শেষ খবর অনুযায়ী তাঁর দল ১১৮টি আসনে, নওয়াজ শরিফের পিএমএলএন ৬৩টি আসনে এবং আসিফ আলি জারদারির পিপিপি ৪৬টি আসনে জয়ী হয়েছে। ২৬/১১ কাণ্ডের চক্রী জঙ্গিনেতা হাফিজ সইদ ২৫০-এর বেশি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয় পাননি তাঁর তৈরি নতুন দলের কোনও প্রার্থীই।
- বেজিংয়ে মার্কিন দূতাবাসের বাইরে কম শক্তির বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়াল। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করল পুলিশ।
- জোহানেসবার্গে ব্রিকস গোষ্ঠীর রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের রাষ্ট্রপতি জি শিনফিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রমুখ।
খেলা
- পারি সাঁ জা-তে ৭ নম্বর জার্সি গায়ে খেলার সিদ্ধান্ত জানালেন কিলিয়ান এমবাপে। এতদিন তাঁর জার্সির নম্বর ছিল ২৯।
- কুয়ালালামপুরে অনূর্ধ্ব ১৬ ভারতীয় ফুটবল দল ২-১ গোলে হারাল মালয়েশিয়াকে। এটি ছিল প্রীতিমূলক ম্যাচ।
- জাপানের জাতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন হাসিমে মরিয়াসু।
- বিশ্বকাপ মহিলা হকিতে ভারত ০-১ গোলে হেরে গেল আয়ারল্যান্ডের কাছে।
বিবিধ
- দেশের বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থা হতে চলেছে ডোভাফোন-আইডিয়া যার গ্রাহক সংখ্যা ৪৩ কোটিরও বেশি। দুই সংস্থার সংযুক্তিতে এদিন সায় দিল কেন্দ্র। সংযুক্ত সংস্থার নন এগজিকিউটিভ চেয়ারম্যান হচ্ছেন কুমারমঙ্গলম বিড়লা।
- ২৫৮ কোটি ডলারের বিনিময়ে মার্কিন অ্যালুমিনিয়াম সংস্থা অ্যালেরিস কেনার কথা জানাল হিন্দালকো। এর ফলে বিড়লা গোষ্ঠীর এই সংস্থা বিশ্বের দ্বিতীয় অ্যালুমিনিয়াম উৎপাদক সংস্থা হতে চলেছে।
- শেয়ারসূচক সেনসেক্স এই প্রথম ৩৭ হাজার পয়েন্ট স্পর্শ করল।