কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ডিসেম্বর, ২০১৮

489
0
Current Affairs 26 Decem 2018

 আন্তর্জাতিক

  • ইরানের চাবাহার বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য পরিবহণ শুরু করল ভারত। ভারতীয় সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এদিন ওই বন্দর থেকে পণ্য পরিবহণ শুরু করল।
  • বড়দিনের ছুটিতে মার্কিন সেনাদের সঙ্গে সময় কাটাতে হঠাৎ ইরাকে গেলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত ইরাকে এখনও নিযুক্ত রয়েছে প্রায় ৫০০০ মার্কিন সেনা।
  • আগামী বছরের জুলাই মাস থেকে বাণিজ্যিক ভাবে তিমি শিকার করবে জাপান। ‘ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন’ থেকে নাম তোলার কথা জানাল তারা।

জাতীয়

  • চোরা শিকারের অভিযোগে গ্রেপ্তার করা হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গলফ খেলোয়াড় জ্যোতি সিং রণধাওয়াকে। উত্তরপ্রদেশের বাহরাইদের দুধোওয়া ব্যাঘ্র প্রকল্প থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হল তাঁকে।
  • বিস্ফোরক সহ ১০ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হল। রাজধানী নয়াদিল্লি এবং উত্তরপ্রদেশের ১৭টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হল। ধৃতরা আইএস প্রভাবিত ‘হরকত উল হর্জ ই ইসলাম’ জঙ্গিগোষ্ঠীর সদস্য। তাদের বড় নাশকতার ছক ছিল বলে জানা গেছে।

বিবিধ

  • রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের হাতে সঞ্চিত সম্পদ কেন্দ্রকে বণ্টনের বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করল। কমিটির চেয়ারম্যান করা হল আরবিআই-এর প্রাক্তন চেয়ারম্যান বিমল জালানকে এবং ভাইস চেয়ারম্যান করা হল প্রাক্তন অর্থসচিব রাকেশ মোহনকে। এই কমিটি ৯০ দিনের মধ্যে রিপোর্ট দেবে।

খেলা

  • মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে ২১৫ রান করল ভারত। এদিন ভারতের ২৯৫তম টেস্ট খেলোয়াড় হিসাবে অভিষেক হল মায়াঙ্ক আগরওয়ালের। তিনি ৭৬ রান করেন।
  • দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি টেস্ট উইকেট শিকারের রেকর্ড গড়লেন ডেল স্টেন। এদিন সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ফকর জামানকে আউট করার পর তাঁর উইকেটে সংখ্যা হল ৪২২। তিনি ভাঙলেন শন পোলকের ৪২১ উইকেটের রেকর্ড।
  • অস্ট্রেলিয়ার ২৫তম ক্রিকেটার হিসাবে আইসিসি-র হল অব ফেম-এ স্থান পেলেন রিকি পন্টিং।
  • ভারতের চিফ বক্সিং কোচ নিযুক্ত হলেন সিএ কুটাপ্পা (৩৯)।