কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ডিসেম্বর ২০১৭

schedule
2017-12-27 | 08:40h
update
2017-12-27 | 08:40h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হল, তারা সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভাঙতে ফের মিনি সার্জিক্যাল স্ট্রাইক করেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে রাওয়ালকোট সেক্টরে রাখচিকরিতে গভীর রাতে ওই অভিযান চালানো হয়েছিল। এই ঘটনায় ৩ পাক সেনার মৃত্যু হল। ভারতীয় সেনার ১ মেজর ও ৩ জওয়ান এর আগে এক ঘটনায় শহিদ হয়েছিলেন।
  • পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর মা ও স্ত্রী পাক বিদেশ মন্ত্রকের আধিকারিকদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন বলে অভিযোগ করল ভারত। তাঁদের পোশাক বদলাতে এমনকি মঙ্গলসূত্র, কপালের টিপ, হাতের চুড়িও খুলতে বাধ্য করা হয়েছে।
  • কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হল জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ-এর স্বঘোষিত কম্যান্ডার নুর মহম্মদ তান্ত্রে। ৪ ফুট উচ্চতার এই জঙ্গি ছিল সংসদ হামলার অন্যতম চক্রী।

আন্তর্জাতিক

  • ফের পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হানায় জঙ্গিদের মৃত্যুর ঘটনা ঘটল। পাক-আফগান সীমান্তের কাছে খুররম এলাকায় ওই ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্ক গোষ্ঠীর কম্যান্ডার জামিউদ্দিন সহ ২ কট্টর জঙ্গির মৃত্যু হল।
  • চিন-পাকিস্তান ইকোনমিক করিডর আফগানিস্তানেও প্রসারিত করা হবে বলে জানালেন চিনের বিদেশমন্ত্রী ওয়াঙ সি। ৫৭ বিলিয়ন ডলারের প্রকল্পে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা কৃটনৈতিক দিক থেকে তাৎপর্যপূ€র্ণ।
  • রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে মায়ানমারের প্রতি আহ্বান ১২১-১০ ভোটে গৃহীত হল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে। চিন, রাশিয়া এই প্রস্তাবের বিরোধিতা করল।
Advertisement

খেলা

  • একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যাণ্ড।
  • মেলবোর্নে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এটি তাঁর ২১তম টেস্ট শতরান।
  • প্রিমিয়ার লিগের এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি গোলের রেকর্ড করলেন টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেন। এদিন সাউদাম্পটনের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন তিনি। এবছর ৩৯টি গোল করে তিনি টপকে গেলেন ১৯৯৫ সালে অ্যালেন শিয়ারের ৩৬টি গোলের রেকর্ড। শুধু তাই নয়, সবমিলিয়ে ২০১৭ সালে ৫২ ম্যাচে ৫৬টি গোল করে তিনি রেকর্ড করলেন। এবছর মেসি ৫৪টি এবং রোনাল্ডো ৫৩টি গোল করেছেন।
  • পোর্ট এলিজাবেথে শুরু হল দক্ষিণ-আফ্রিকা জিম্বাবোয়ের মধ্যে দিন-রাতের টেস্ট। এই প্রথম ৪ দিনের টেস্ট খেলতে নামল ২টি দেশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্স টসে জেতার পর জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান।

বিবিধ

  • কর ফাঁকির জন্য তৈরি ভুয়ো সংস্থাগুলির সঙ্গে জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্র বলল, নিয়ম মেনে না চললে কড়া মাসুল গুনতে হবে। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক সচিব আই শ্রীনিবাস একথা জানালেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই ২.২৪ লক্ষ সংস্থাকে কেন্দ্র চিহ্নিত করেছে যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবসাই করছে না।
  • নভেম্বর মাসে দেশে জিএসটি বাবদ রাজস্ব আদায় কমে ৮০৮০৮ কোটি টাকা হয়েছে বলে জানানো হল। অক্টোবরেও তা ছিল ৮৩ হাজার কোটি।
  • প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা কাউন্সিলের যুগ্ম সচিব নিযুক্ত হলেন প্রবীণ আমলা সুমিতা মিশ্র।
  • অরুণাচলে নতুন এক প্রজাতির ব্যাঙের খোঁজ পেলেন গবেষকরা। নাম দেওয়া হল ‘ওডোরানা অরুণাচলেনসিস’।
  • শেয়ারসূচক সেনসেক্স ৩৪ হাজারের মাইল ফলক অতিক্রম করে নতুন নজির গড়ল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 14:45:31
Privacy-Data & cookie usage: