কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ফেব্রুয়ারি ২০২০

schedule
2020-02-28 | 07:49h
update
2020-02-28 | 07:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • সংক্রমিত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়াল ২৮২৮। অন্যদিকে ইতালি থেকে ইউরোপের অন্যান্য দেশেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে। বিবিসির বার্তা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডেও আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বাহরিনেও আক্রান্ত হয়েছেন ২৩ জন। ফ্রান্সে একজনের মৃত্যু ঘটেছে।
  • গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ছাড় পেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি নওয়াজ শরিফ নতুন করে তাঁর জামিনের আবেদন করা হলেও সেদেশের আদালত তা নাকচ করে দিয়ে তাঁকে ‘পলাতক’ হিসেবে ঘোষণা করল।

 

জাতীয়

  • দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা হল ২৭। উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজপুর ইত্যাদি কিছু অঞ্চলে এই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। সংঘের্ষ ১৫০ জনেরও বেশি মানুষ আহত। প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব পেয়ে পরিস্থিতি পরিদর্শনে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান অজিত দোভাল। মার্কিন রাষ্ট্রপতির সফরের মধ্যেই চলা এই সংঘর্ষের তিনদিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ‘সব পক্ষকেই শান্ত হবার’ বার্তা দিলেন।
  • আগে একবার মন্দির কর্তৃপক্ষ প্রবেশ করতে না দিলেও এবার পুরীর মন্দিরে প্রবেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • দিল্লির আইবি ২৬ বছর বয়সী অঙ্কিত শর্মাকে একদল দুষ্কৃতী নৃশংসভাবে হত্যা করে। এখনও জানা যায়নি মৃত্যুর সঠিক কারণ। সাব্যস্ত করা যায়নি দোষীদের।
Advertisement

বিবিধ

  • ‘রিস্যাট-২বি আর–১’কে পৃথিবীর কক্ষপথে পাঠাল ইসরো। সঙ্গে আরও ৯টি বিদেশি উপগ্রহ। উপগ্রহটিতে রয়েছে অত্যাধুনিক রাডার ইমেজিং। যা অনেক উপর থেকেও খুব স্বচ্ছভাবে ছবি তুলতে পারে।
  • ‘বাত বিহার কি’ কর্মসূচির জন্য প্রতারণার মামলা দায়ের হল ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কুমারের বিরুদ্ধে। মামলা দায়ের করেছে বিহার পুলিশ। শাশ্বত গৌতম নামক এক গবেষকের গবেষণা আত্মসাতের অভিযোগেই এই মামলা।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংস্কারে ২০২০-২১ সালের ‘ইজ-৩.০’ কর্মসূচি প্রকাশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ‘ইজ’ হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাঠামো ও পরিষেবা উন্নয়নের কর্মসূচি। এটি তৃতীয়। উল্লেখ্য, ৮০ শতাংশ গ্রাহকের কাছে ৩৫টির বেশি পরিষেবা মোবাইল বা নেট মারফত পৌঁছনো ও ২৩টি কলসেন্টারের মাধ্যমে পৌঁছনো।
  • ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা সুয়েলা ব্রাভেরম্যান ব্রিটেনের অ্যাটর্নি জেনারেল পদে শপথ নিলেন।
  • ৩৯তম অ্যান্টার্কটিকা অভিযান করে এলেন গবেষক নীলাঞ্জনা সরকার। অ্যান্টার্কটিকার পাহাড়ের সঙ্গে ভারতের কোনো সংযোগ রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করছেন তিনি। সঙ্গে করে সেখানকার পাথরও সংগ্রহ করে নিয়ে এসেছেন তিনি। উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রথম মহিলা অভিযাত্রী হিসেবে সফল পাড়ি  দিয়েছিলেন যাদবপুরের শিক্ষিকা সুদীপ্তা সেনগুপ্ত।

খেলা

  • টেনিস সুন্দরী মারিয়া শারাপ্রোভা মাত্র ৩২ বছর বয়সে অকস্মাৎ টেনিসকে বিদায় জানালেন। তাঁর এই স্বেচ্ছানির্বাসনে টেনিস মহলে বিস্ময়। জন্ম সাইবেরিয়ায়। মাত্র চার বছর বয়সে টেনিসে হাতেখড়ি। ২০০৪ সালে ১৭ বছর বয়সে সেরিনা উইলিয়ামসকে হারিয়ে বিশ্বে ঝড় তুলেছিলেন। উইম্বলডন ইতিহাসে শারাপোভা ছিলেন তৃতীয় সর্ব কনিষ্ঠ চ্যাম্পিয়ন। পাঁচটি গ্র্যান্ডস্ল্যামজয়ী এই রুশ কন্যা টেনিস–সুন্দরী নামে পরিচিত হয়েছিলেন। বিভিন্ন সম্মানে ভূষিত হয়েও একসময়ে ডোপ কেলেঙ্কারীতে অভিযুক্ত হয়ে পনেরো মাস কোর্টের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন।
  • করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জাপানে দুসপ্তাহের জন্য সব খেলা বন্ধ রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
  • নিউ জিল্যান্ডে শোচনীয় ফলাফলের পর সদ্যপ্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৯০৬ পয়েন্ট পেয়ে বিরাট কোহলি দ্বিতীয় র‍্যাঙ্কে চলে গেলেন। কোহলির থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে এক নম্বরে এখন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
  • চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি-বার্সেলোনা ম্যাচ ১-১ গোলে ড্র হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2024 - 18:49:34
Privacy-Data & cookie usage: