কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মে, ২০১৯

934
0
Current Affairs 26 May 2019

আন্তর্জাতিক

  • পর-পর ৪ দিন ধরে ভোটগ্রহণ চলার পর সমাপ্ত হল ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট গঠনের নির্বাচন। ইউরোপীয় কমিশনের শীর্ষ পদে জঁ ক্লোদ ইয়ুঙ্কারের স্থলাভিষিক্ত কে হবেন তা চূড়ান্ত করবে এই নির্বাচন।
  • জার্মানিতে ইহুদিদের নিগ্রহের হার ঊর্ধ্বমুখী। গত বছর এই হার বেড়েছে ২০ শতাংশ। খোদ জার্মান প্রশাসন নাগরিকদের সতর্ক করে বলছে, ইহুদিরা যেন তাঁদের বিশেষ টুপি ‘কিপা’ পরে রাস্তায় চলাফেরা না করেন।
  • হাউইয়ের মাউই দ্বীপে হাইকিংয়ে বেরনোর পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন মার্কিন তরুণী আম্যান্ডা এলার (৩৫)। টানা ১৭ দিন পর তাঁকে উদ্ধার করা হয়েছে। বুনো লতাপাতা খেয়ে, বর্ষার জল পান করে গভীর অরণ্যে এতদিন বেঁচেছিলেন তিনি।

জাতীয়

  • মুম্বইয়ের সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক পায়েল সলমন তদভি (২৩) আত্মঘাতী হলেন। আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পায়েলকে তাঁর ৩ সহকর্মী জাতপাত তুলে হেনস্থা করতেন বলে অভিযোগ।
  • সপ্তদশ লোকসভার কনিষ্ঠতম সাংসদ হয়েছেন ওড়িশার কেওনঝড় কেন্দ্রের প্রার্থী চন্দ্রাণী মুর্মু (২৫ বছর ১১ মাস)। তিনি বিজেডি-র প্রার্থী।

বিবিধ

  • শতবর্ষ পূরণ করল উড়ান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। পশ্চিম লন্ডনের হিথরোয় তাদের সদর দপ্তর ঘুরে দেখলেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ।
  • দেশে ৫ কিমি স্পেকট্রামে পা রাখার আগে মাসুল কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল টেলি সংস্থাগুলির সংগঠন সিওএআই।

খেলা

  • কোপা দেল রে চ্যাম্পিয়ন হল ভ্যালেন্সিয়া। ফাইনালে তারা ২-১ গোলে হারাল বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হেরে বার্সেলোনা আগেই ত্রিমুকুট জেতার সুযোগ হারিয়েছিল। এবার হাতছাড়া হল দ্বিমুকুটও। কেবল লা লিগা জিতেই সন্তুষ্ট থাকতে হল বার্সেলোনাকে।
  • মিউনিখে শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতলেন অপূর্বী চান্ডেলা। ১০ মিটার এয়ার রাইফেলে তিনি ০.২ পয়েন্টের ব্যবধানে হারালেন চিনের ওয়াং লুয়াওকে। নয়াদিল্লিতে গত ফেব্রুয়ারির শ্যুটিং বিশ্বকাপেও তিনি সোনা জিতেছিলেন।
  • মুম্বই টি২০ লিগে চ্যাম্পিয়ন হল নর্থ মুম্বই প্যান্থার্স।