আন্তর্জাতিক
- গত ২৩ ঘণ্টায় ব্রাজিলে ১,০০,১৫৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। সংক্রমণে আগেই সেখানে প্রাণহানির সংখ্যা ৩ লক্ষ অতিক্রম করেছে। প্রথম থেকেই করোনা বিপদকে উপেক্ষা করার জন্য সেখানকার রাষ্ট্রপতি জাইর বোলসোনারো এবং বিদেশমন্ত্রী আর্নেস্ট আরাওয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বার-বার।
- জলপথে বিশ্বের বৃহত্তম যানজটের সৃষ্টি হয়েছে সুয়েজ খালে। ২৩ মার্চ সেখানে `এভার গিভন’ নামে একটি পণ্যবাহী জাহাজ আটকে গিয়েছিল। এখনও সেটিকে সরানো সম্ভব হয়নি। চেষ্টা চলছে ৯টি দড়ির সাহায্যে জোয়ারের সময় টেনে সরানোর। এই জাহাজের ২৫ জন কর্মীই ভারতীয়।
জাতীয়
- বাংলাদেশ সফরে ঢাকা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে দুদেশের মৈত্রীর ৫০তম বর্ষ পালনে সেখানে গেলেন তিনি। বঙ্গবন্ধুর স্মৃতি সংগ্রহ পরিদর্শনের পর ঢাকার জাতীয় প্যারেড স্কোয়্যারে বক্তৃতা দেন তিনি। ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবের ঐতিহাসিক বক্তৃতায় `এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ অংশটি উদ্ধৃত করলেন তিনি। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছে তখন তাঁর সমর্থনে সত্যাগ্রহ করে তিনি কারাবরণ করেছিলেন বলে উল্লেখ করেছেন মোদী। প্রসঙ্গত, করোনা পর্বে এই প্রথম কোনো দেশে সশরীরে হাজির হলেন তিনি। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিরুদ্ধে চট্টগ্রামে হেফাজত ইসলাম নামে একটি মৌলবাদী সংগঠনের সদস্যদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয়েছে ৪ জনের। এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক হয় মোদীর।
- মুম্বইয়ে ভানতুপ এলাকার ড্রিমস মলে আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে বাড়িটিতে অবস্থিত সানশাইন হাসপাতালে। সেখানে করোনা সংক্রমিতদের চিকিৎসা চলছিল। অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।
বিবিধ
- সাইরাস মিস্ত্রি এবং তাঁর পারিবারিক সংস্থা শাপুরজি পালোনজি গোষ্ঠীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে জয়লাভ করল টাটা গোষ্ঠী। ২০১৬ সালের ২৪ অক্টোবর টাটা সান্স সংস্থার চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে অপসারণের যে নির্দেশ দিয়েছিল এনসিএলটি, তা খারিজ করে দিল সর্বোচ্চ আাদালত । সাইরাস মিস্ত্রিকে সরানোর সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করা হয়েছে। ২০১২ সালে রতন টাটার উত্তরসূরি হিসাবে পালোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাস মিস্ত্রিকে টাটা সান্সের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল।
খেলা
- নয়াদিল্লিতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে মিক্সড দলগত বিভাগে ভারতের সঞ্জীব রাজপুত, তেজশ্বিনী সাবন্ত সোনা জিতলেন।
- ২০২৪ সালে মেয়েদের এশিয়ান কাপ ভারতে হবে বলে জানাল এএফসি। ম্যাচগুলি হবে মুম্বই, আমেদাবাদ ও ভুবনেশ্বরে।
- পুণেতে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হলেন জনি বেয়ারস্টো। একদিনের আন্তর্জাতিকে এদিন তিনি পেলেন ১১তম শতরান (১২৪)। ভারতের কে এল রাহুলও শতরান (১০৮) করলেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটি তাঁর পঞ্চম শতরান। বিরাট কোহলি এদিন ৬৬ রান করলেন। একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন তিনি। ৩ নম্বরে ব্যাট করে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই রেকর্ড করলেন কোহলি। প্রথম স্থানে রয়েছেন রিকি পন্টিং।