কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মার্চ ২০১৮

schedule
2018-03-27 | 10:39h
update
2018-03-27 | 10:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • মধ্যপ্রদেশে সন্দীপ শর্মা নামে এক সাংবাদিককে বালি বোঝাই একটি ট্রাক থানার সামনেই প্রকাশ্য দিবালোকে পিষে হত্যা করল। তিনি বালি মাফিয়াদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করেছিলেন। প্রাণনাশের আশঙ্কা করে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন ৩৫ বছর বয়সী ওই সাংবাদিক। সন্দীপের স্টিং অপারেশনে ভিন্দের এসডিপিওকে সরিয়ে দিয়েছিল প্রশাসন।
  • ওড়িশার কোরাপুটে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৪ মহিলা মাওবাদীর মৃত্যু হল।

আন্তর্জাতিক

  • সাইবেরিয়ার কয়লা খনির শহর কোমরোভোর ‘উইন্টার চেরি মল’-এ এক অগ্নিকাণ্ডে অন্তত ৬৪ জনের মৃত্যু হল। ওই শপিং মলটির ফায়ার অ্যালার্ম কাজ না করায় বিপদ আরও গুরুতর রূপ নিয়েছে।
  • রাশিয়ার ৬০ জন কূটনীতিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। চরবৃত্তির অভিযোগে সিয়াটলে মার্কিন নৌঁঘাটির কাছেই অবস্থিত রুশ দূতাবাসটিও বন্ধ করার নির্দেশ দিলেন তিনি। এর আগে ব্রিটেন, লিথুয়ানিয়া, পোল্যান্ডেরও বেশ কয়েকজন রুশ কূটনীতিককে তাদের দেশ থেকে বের করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আরও ১৪টি দেশও অনুরূপ পথ নিতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির কারণ গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যার চেষ্টা। আর মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রুশ-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে বিগত কিছুদিন ধরেই।
  • পাকিস্তানের ৭টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে জাতীয় নায়ক বলে ঘোষণা করল পাক সরকার। লাহোরে তাঁকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজনের সিদ্ধান্ত জানানো হল।
Advertisement

খেলা

  • অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড ইনিংস ও ৪৯ রানে জয়ী হল। দুদেশের মধ্যে এ যাবৎকালের ১০২ টেস্টে এদিন দশম জয় কি€উয়িদের।
  • সিডনিতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন অনীশ ভানওয়ালা। ছেলেদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলে পারফেক্ট ফাইভ হিট করে ৫৮৫ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন তিনি। প্রতিযোহিতায় ৬টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ সহ ১৫টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে চিন (১৭)।
  • বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথকে আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানালেন দলের হেড অব ক্রিকেট জুবিন বারুচা। নতুন অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে।
  • ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মধ্যে মেয়েদের ত্রিদেশীয় টি-২০ প্রতিযোগিতায় পরপর ৩ ম্যাচে হারল ভারত।

বিবিধ

  • ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠেছিল কলকাতার আরপি ইনফো সিস্টেমস সংস্থার বিরুদ্ধে। তাদের ৫৫.৬৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 04:17:39
Privacy-Data & cookie usage: