কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-27 | 12:27h
update
2018-09-27 | 12:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • আধার সাংবিধানিক দিক থেকে বৈধ। আয়কর রিটার্ন এবং প্যান কার্ডের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। তবে মোবাইল ফোনের সংযোগ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আধার আবশ্যিক নয়। সরকারি ভর্তুকি পাওয়ার জন্য তা আবশ্যিক। স্কুল, কলেজে ভর্তির বা সিবিএসইর যুগ্ম পরীক্ষা, নিট ইত্যাদিতেও তা আবশ্যিক নয়। বেসরকারি কোনো সংস্থা গ্রাহকের কাছ থেকে আধার চাইতে পারবে না। এদিন এই রায় দিল সুপ্রিম কোর্ট।
  • ইতালির লোম্বার্দি প্রদেশের প্রেসিডেন্ট আত্তিলিও ফোন্তানার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন। প্রযুক্তি, উদ্ভাবন, উৎপাদন শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হল তাঁদের মধ্যে।
  • ভারত সহ ৬ দেশের রাষ্ট্রপ্রধানকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার দেওয়ার কথা জানাল রাষ্ট্রসঙ্ঘ। ভারতকে ২০২২ সালের মধ্যে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগের জন্য এই সম্মান দেওয়া হবে।
Advertisement

আন্তর্জাতিক

  • পাকিস্তানের নতুন সরকার সুইডেনের আর্থিক মডেল অনুসরণ করার পরিকল্পনা জানিয়েছিল। কিন্তু পাক বিশেষজ্ঞরা পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশের মডেল অনুসরণের পরামর্শ দিলেন। পণ্য রপ্তানিতে এখন পাকিস্তানের প্রায় দ্বিগুণ পণ্য রপ্তানি করে বাংলাদেশ, বছরে ৪০ মিলিয়ন ডলার। ৪৭ বছর আগে পাকিস্তান থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে জাতীয় গড় আয়, মানবসম্পদ সূচক, প্রভৃতিতে পাকিস্তানের থেকে এগিয়ে গেছে বাংলাদেশ।
  • বিশ্বের সবথেকে বড় পাখি ছিল ‘অ্যাপিডওরলিস টাইটান’। প্রায় ৩ মিটার উঁচু, ৮৬০ কেজি ওজনের ‘ভোরোম্বে টাইটান’ নামক প্রজাতির পাখিগুলি আয়তনে জিরাফের মতো ছিল। এদিন ব্রিটিশ বিজ্ঞানীরা এই দাবি করলেন। এর আগে ১৮৯৪ সালে ফরাসি বিজ্ঞানীরা যে দাবি করেছিলেন পাখিদের সবথেকে বড় প্রজাতির নাম ‘অ্যাপিওনরিস ম্যাক্সিমাস’ বলে, সেই দাবি খারিজ হল নতুন এই তত্ত্বে।

 খেলা

  • এশিয়া কাপের ফাইনালে পৌঁছল বাংলাদেশ। এদিন তারা ৩৭ রানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করল। বাংলাদেশের মুশফিকুর রহিম ৯৯ রান করেন।
  • দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে ভারত অস্ট্রিয়াকে ৩.৫-০.৫ পয়েন্টে হারাল। প্রসঙ্গত, ১২ বছর পর দেশের হয়ে অলিম্পিয়াডে খেলছেন বিশ্বনাথন আনন্দ।
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক নির্বাচিত হলেন মনপ্রীত সিং।

বিবিধ

  • ১৮টি পণ্যে আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র। এসি, ফ্রিজ, হিরে, প্রভৃতি পণ্যে তা এদিন থেকে কার্যকর হল। গত অর্থবর্ষে এই সব পণ্যে ৮৬ হাজার কোটি টাকার আমদানি হয়েছিল। বিমান জ্বালানিতে ৫ শতাংশ শুল্ক বসানো হল। টাকার পতন আটকাতে এই পদক্ষেপ বলে জানানো হল।
  • জিএসটি নেটওয়ার্ককে পুরোদস্তুর সরকারি সংস্থায় পরিণত করার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 15:07:07
Privacy-Data & cookie usage: