কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুলাই ২০১৮

schedule
2018-07-28 | 09:17h
update
2018-07-28 | 09:17h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে যিনি থাকবেন তিনিই অন্য বিচারপতিদের বেঞ্চে মামলা পাঠানোর দায়িত্ব (মাস্টার অব দ্য রোস্টার) পালনের অধিকারী বলে রায় দিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র।
  • মারাঠাদের সংরক্ষণের দাবিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ৩ জন। এই দাবিতে পদত্যাগী বিধায়কের সংখ্যা হল ৫।
  • যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির জমি কেলেঙ্কারি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের সাধারণ নির্বাচনে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই অভিযোগ করল বিলাবল ভুট্টো জারদারির পিপিপি দলটিও। অন্যদিকে যেসব আসনের ফল ঘোষিত হয়েছে তার জেরে স্পষ্ট যে পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পাকিস্তানও। লাহোরে ৯ নম্বর কেন্দ্রে ইমরানের লড়াই করা আসনের ফল পুনর্গণনার নির্দেশ দিল পাকিস্তান নির্বাচন কমিশন। দক্ষিণ সিন্ধুপ্রদেশে জয়ী হলেন পিপিপি প্রার্থী মহেশকুমার মালানি। পাক ন্যাশনাল অ্যাসেমব্লিতে তিনিই প্রথম হিন্দু প্রার্থী।
  • জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের অবসরে চিনের রাষ্ট্রপতি জি শিনফিংয়ের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩ মাসে এটি তাঁদের তৃতীয় বৈঠক। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক বৈঠক হল মোদীর। তাঁর সঙ্গেও গত ৩ মাসে এই নিয়ে তৃতীয়বার বৈঠক করলেন মোদী।
Advertisement

খেলা

  • ভারতের কম্পাউন্ড তিরন্দাজি দল বিশ্বর‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেল। এই প্রথম এই নজির গড়ল ভারত।
  • জার্মান গ্রঁ প্রি চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিলটন। এই নিয়ে তিনি পঞ্চমবার এই খেতাব জিতলেন।
  • রাশিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন ভারতের সৌরভ ভার্মা ও মিঠুন মঞ্জুনাথ।

বিবিধ

  • বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট প্রকাশ করল ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনডেক্স। এই তথ্য বলছে, চিন, নেপাল, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে ওই সূচক যথাক্রমে ২৯, ৭২, ৮৮, ১০০ এবং ১০৬। গত ১৮ বছরে বিশ্বে ২৭ শতাংশ হারে দারিদ্র কমলেও ভারতে সেই হার ১৮ শতাংশ ছিল বলে জানানো হল।
  • ফুচকা তৈরির পদ্ধতি স্বাস্থ্যসম্মত নয় বলে ফুচকা নিষিদ্ধ করল বদোদরা পৌরসভা।
  • শেয়ার সূচক সেনসেক্স ৩৭৩৩৬.৮৫ ও নিফটি ১১২৭৮.৩৫ অঙ্কে পৌঁছে নতুন নজির গড়ল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 02:10:25
Privacy-Data & cookie usage: