আন্তর্জাতিক
- সুদানে পশ্চিম দারফুর প্রদেশের মাস্তেরি শহরে দুস্কৃতীদের হামলায় ৬০ জনের মৃত্যু হল৷ গত সপ্তাহে একইভাবে ২০ জনের মৃত্যু হয়েছিল৷ সেখানে প্রতিবারই মাসালিত সম্প্রদায় আক্রান্ত হচ্ছেন৷
- বিশ্বে ৬,৫৪,৬১২ জনের প্রাণহানি হয়েছে কোভিড–১৯ সংক্রমণে৷ এখনও পর্যন্ত ১,৬৫,৭৪,০৬৭ জন সংক্রমিত হয়েছেন৷ অন্যদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ কোটি অতিক্রম করে গেল (১,০১,৫৮,৯৯২)৷
- ফ্রান্সের মার্তিনিক দ্বীপের বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনকারীরা ভেঙে দিল নেপোলিয়ন বোনাপার্তের প্রথম স্ত্রী সম্রাজ্ঞী জোসেফিনের একটি মূর্তি৷
- ফ্রান্সের বন্দরশহর বর্দু-র মেরিগন্যাক বিমানঘাঁটি থেকে ভারতের দিকে রওনা দিল ভারতের কিনে নেওয়া ৫টি রাফাল যুদ্ধবিমান৷ ৭০০০ কিমি পাড়ি দিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে একরাত বিশ্রাম নিয়ে দেশে পৌঁছবে বিমানগুলি৷
জাতীয়
- দেশে একদিনে ৪৯,৯৩১ জন করোনায় আক্রান্ত হলেন৷ এই নিয়ে পরপর ৫ দিনে প্রত্যহ ৪৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হলেন৷ দেশে মোট ১৪,৩৫,৪৫৩ জন আক্রান্ত হয়েএছন করোনায়৷ ৯,১৭,৫৬৮ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন৷ পরপর ৪ দিন প্রত্যহ ৩০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷ দেশে মৃত্যুর হার ২.২৮ শতাংশ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ এদিন এই পদ্ধতিতে কলকাতা, মুম্বই ও নয়ডায় ৩টি বিশ্বমানের কোভিড–১৯ পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করলেন মোদী৷ সেখানেই ভিডিও মাধ্যমে উপস্থিত থাকলেন সংশ্লিষ্ট ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে এবং যোগী আদিত্যনাথ৷ এদিন পশ্চিমবঙ্গে নতুন সংক্রমণ সংখ্যাকে (২,১১২) টপকে গেল সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা (২,১৬৬)৷
বিবিধ
- চিনের ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার৷ এর আগে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল৷ নিষিদ্ধ অ্যাপগুলির ক্লোন ভার্সানগুলিকে এবার বন্ধ করা হল৷ এর মধ্যে রয়েছে টিকটক লাইট, হ্যালো লাইট, শেয়ারইট লাইট প্রভৃতি৷
- হলিউডের অভিনেত্রী অলিভিয়া ডে হ্যাভেল্যান্ড (১০৪) প্রয়াত হলেন৷ ‘দ্য এয়ারেস’ এবং ‘টু ইচ হিজ ওন’ ছবির সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার জিতেছিলেন তিনি৷
খেলা
- ইতালির ক্লাব ফুটবলে ওল্ড লেডি বলা হয় জুভেন্তাসকে৷ সেই দল পরপর ৯ বার সেরি আ খেতাব জিতল৷ এদিন সাম্পদরিয়াকে ২-০ গোলে হারানোর পরই তাদের খেতাব নিশ্চিত হল৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি গোল করায় সেরি আর-তে এ মরসুমে তাঁর গোল সংখ্যা হল ৩১৷
- ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিনটি ভেস্তে গেল বৃষ্টিতে৷
- ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়ার পর এবার কাতারও দাবি জানাল৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল