কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০১৮

schedule
2018-06-28 | 10:40h
update
2018-06-28 | 10:40h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • সাংবাদিক শুজাত বুখারি হত্যাকাণ্ডে মূল অভিযুক্তের নাম নাভেদ জাট। সে লস্কর ই তৈবার সদস্য। গত ফেব্রুয়ারি মাসে মহারাজা হরি সিং হাসপাতালে পুলিশ হেফাজত থেকে সে পালিয়ে গিয়েছিল। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ এদিন এই তথ্য জানাল।
  • ভারতের সঙ্গে পরবর্তী অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল ওয়াশিংটনে। বৈঠক বাতিলের কারণ জানানো হয়নি।

আন্তর্জাতিক

  • চিন সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। এদিন তাঁর সঙ্গে বৈঠক হল চিনের রাষ্ট্রপতি শি জিংপিঙের। দক্ষিণ চিন সাগরের অধিকার নিয়ে বিতর্কের প্রেক্ষিতে জিংপিঙ এদিন বললেন, চিন সাম্রাজ্যবাদী নয়, কিন্তু নিজেদের জমি এক ইঞ্চিও তারা ছাড়তে রাজি নয়।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আধিকার খারিজ করে দিল পাক নির্বাচনী ট্রাইব্যুনাল।
  • মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নজিব রজাকের ৬টি বাড়িতে তল্লাসি চালিয়ে ২৭ কোটি ডলারের হিসাববহির্ভূত সম্পত্তির খোঁজ পেল পুলিশ। প্রধানমন্ত্রী থাকার সময় তাঁর মাসমাইনে ছিল ৫৬৭০ ডলার।
Advertisement

খেলা

  • রাশিয়া বিশ্বকাপে অঘটন ঘটাল দক্ষিণ কোরিয়া। এদিন তারা ২-০ গোলে হারিয়ে দিল জার্মানিকে। বিগত বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল জার্মানি। একটি জয়, দুটি ম্যাচে পরাজয়ের ফলে এফ গ্রুপ থেকে তারা আর পরবর্তী পর্যায়ে উন্নীত হল না। ৮০ বছরে প্রথম জার্মানি গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল। জার্মানিকে হারালেও নক আউট থেকে ছিটকে গেল দক্ষিণ কোরিয়াও। এদিন মেক্সিকোকে ৩-০ গোলে হারাল সুইডেন। এই দুই দলই নক আউটে পৌঁছল। এদিন ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে হারাল। সুইজারল্যান্ড-কোস্টারিকা ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকল।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় ভারত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ২-৩ গোলে পরাস্ত হল। হারলেও ভারত বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে ভালো খেলেছে।
  • ডাবলিনে প্রথম টি ২০ ম্যাচে ভারত ৭৮ রানে হারাল আয়ারল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ২০৮ রান করেছিল ভারত।

বিবিধ

  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাতিল করে উচ্চশিক্ষা কমিশন গড়ার পরিকল্পনা জানাল কেন্দ্র। এই নতুন শিক্ষানীতিতে শিক্ষা নিয়ামক সংস্থাগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানানো হল।
  • প্রতি ডলারে টাকার দাম কমে হল ৬৮.৬১ টাকা যা গত ১৯ মাসে সবথেকে কম।
  • ৪ নভেম্বরের মধ্যে যে সব দেশ ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করবে না তাদের ওপর নেমে আসবে আর্থিক নিষেধাজ্ঞা। এদিন এই সতর্কতা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2024 - 17:14:19
Privacy-Data & cookie usage: