কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-28 | 11:32h
update
2018-12-28 | 11:32h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ক্যালিফোর্নিয়া পুলিশে কর্মরত এক ভারতীয় বংশোদ্ভূত একজন প্রাণ হারালেন দুষ্কৃতীদের গুলিতে। রণিল সিং (৩৩) নামের ওই তরুণ নিউম্যান পুলিশে কর্মরত ছিলেন। ট্রাফিক সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়া একটি গাড়ি থামাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
  • হাইপারসোনিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র শব্দের থেকে ২০ গুণ দ্রুত বেগসম্পন্ন।
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে একক প্রচেষ্টায় আন্টার্ক্টিকা সফর করলেন মার্কিন নাগরিক কলিন ও ব্রাডি (৩৩)। তিনি ৫৪ দিনে ১০০০ নয় মাইল সফর করলেন কারও সাহায্য ছাড়াই।
Advertisement

জাতীয়

  • মেঘালয়ের কয়লাখনি থেকে জল বের করতে বায়ুসেনার সুপার হারকিউলিস বিমানে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প নিয়ে যাওয়ার কথা জানাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের কোলে পরিত্যক্ত ওই খনিতে কয়লা খুঁড়তে ‘র‍্যাট হোল’ পদ্ধতিতে নেমে নিখোঁজ হয়ে গেছেন ১৫ জন শ্রমিক।
  • শ্রীনগরের তাপমাত্রা নেমে গেল হিমাঙ্কের ৮.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।
  • তিন তালাক বিল পাশ হল লোকসভায়।

বিবিধ

  • চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে দেশের রাজকোষ ঘাটতি হয়েছে ৭.১৬ লক্ষ কোটি টাকা। যেখানে পুরো অর্থবর্ষের লক্ষ্যমাত্রা ছিল ৬.২৪ লক্ষ কোটি টাকা। এই তথ্য জানাল কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস।
  • ২০১৭-১৮ সালে উৎপাদন শুল্ক, আমদানি শুল্ক, জিএসটি, কোম্পানি কর, ডিভিডেন্ড সহ বিভিন্ন খাতে কেসের আয় ২.৯৮ শতাংশ কমে ৩,৫০,০৫২ কোটি টাকা হয়েছে বলে সংসদে জানাল কেন্দ্র।

খেলা

  • আবু ধাবির বানিয়াস স্টেডিয়ামে ভারত-ওমান ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র হল।
  • মেলবোর্ন টেস্টে ১৬৯.৪ ওভারে ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। শতরান (৩১৯ বলে ১০৬) করলেন চেতেশ্বর পূজারা। এটি তাঁর সপ্তদশ টেস্ট শতরান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2024 - 02:33:04
Privacy-Data & cookie usage: