কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ নভেম্বর ২০১৯

701
0

আন্তর্জাতিক

  • গুলশন মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিল ঢাকার বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার অভিজাত কূটনৈতিক অঞ্চল গুলশনে হোলি আর্টিজান বেকারিতে ১৭ জন বিদেশি সহ ২৭ জনের মৃত্যু হয়েছিল। এরমধ্যে ২ জন পুলিশ কর্মী ও ৫ জন হামলাকারী জঙ্গিও ছিল। ঘটনার ষড়যন্ত্রকারীদের মধ্যে ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। তারমধ্যে খাগড়াগড় মামলার অন্যতম আসামি সোহল মাফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাও রয়েছে। একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালতে আইএস-এর প্রতীক আঁকা টুপি মাথায় উপস্থিত হয়েছিল অন্যতম আসামি রাকিবুল ও জাহাঙ্গির আলম।
  • উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে দেশে ফেরাবার দাবি খারিজ করে দিল অস্ট্রেলীয় সরকার। লন্ডনে কারাবন্দি রয়েছেন অ্যাসাঞ্জ।তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের মামলা চলছে। অ্যাসাঞ্জ জন্মসূত্রে অস্ট্রেলীয়।

 

জাতীয়

  • কার্টোস্যাট-৩ কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে প্রেরিত হল। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পিএসএলভি-৪৭ রকেটে ১৩টি মার্কিন স্যাটেলাইটের সঙ্গে পাড়ি দেয় কার্টোস্যাট-৩। দেশের মাটিতে নজরদারি চালানোর অষ্টম স্যাটেলাইট এটি। মানচিত্র তৈরির বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। একাজে সহায়ক বলে এর নাম কার্টোস্যাট। কার্টোস্যাট-১ পাঠানো হয়েছিল ২০০৫ সালে।

 

বিবিধ

  • পঞ্চদশ অর্থ কমশিনের মেয়াদ ১১ মাস বাড়াল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২০ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হল। এন কে সিংয়ের নেতৃত্বে পঞ্চদশ অর্থকমিশন গঠন করা হয়েছিল।
  • নতুন নজির তৈরি হল শেয়ার বাজারে। সেনসেক্স ৪১০২০.৬১ এবং নিফটি ১২১০০.৭০ অঙ্কে উঠে উচ্চতার নজির গড়ল।

 

খেলা

  • ২০২৩ বিশ্বকাপ হকির আসর ভুবনেশ্বরে বসবে বলে জানানো হল। ২০১৮ সালেও সেখানেই বিশ্বকাপ হকি আয়োজিত হয়েছিল।
  • অনূর্ধ্ব ২৩ একদিনের ক্রিকেটের সেমিফাইনালে উঠল বাংলা। সেমিফাইনালে তারা ৪ উইকেটে তামিলনাড়ুকে হারাল।
  • জাতীয় সাব জুনিয়ার ফুটবলে বাংলা ৪-০ গোলে হারাল হরিয়ানাকে।
  • চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ৬-০ গোলে হারাল রেড স্টারকে। রবার্ট লেয়নডক্সি একাই করলেন ৪ গোল। মাত্র ১৪ মিনিটে তিনি ৪ গোল করলেন যা চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম। বায়ার্নের হয়ে তাঁর ৪৬টি গোল হয়ে গেল।