জাতীয়
- রাজনৈতিক দলগুলি তথ্যের অধিকার আইনের আওতায় পড়ে না বলে জানাল নির্বাচন কমিশন। এর আগে ২০১৩ সালের ৩ জুন তথ্য কমিশন দেশের প্রধান রাজনৈতিক দলগুলিকে তথ্যের অধিকার আইনের আওতায় এনেছিল। দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিররীত মতামতে বিতর্ক তৈরি হল।
- বিএসপি নেত্রী মায়াবতী জানালেন, আগামী ২০-২২ বছর তিনিই দলের প্রধান পদে থাকবেন।
- দিল্লিতে ১৪ লেনের দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের ৯ কিমি দূরত্বের প্রথম পর্যায় এবং ৬ লেনের ১৩৫ কিমি দীর্ঘ ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১০০০ কোটি টাকায় ইস্টার্ন পেরিফেরাল সড়কটি নির্মাণে ১১ লক্ষ টন সিমেন্ট, ১ লক্ষ টন ইস্পাত লেগেছে।
আন্তর্জাতিক
- পাকিস্তানে আগামী ২৫ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মূল লড়াই শাসক দল পিএমএল (এন)-এর সঙ্গে ইমরান খান নেতৃত্বাধীন তেহরিক ই ইনসাফের।
- বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হল ৮০। গত ৯ দিন ধরে এই অভিযান শুরু হয়েছে। মায়ানমার থেকে ‘ইয়ারা’ মাদক বাংলাদেশে ক্রমশ ছড়িয়ে পড়েছে। মাদক চোরাচালান কারীদের বিরুদ্ধে অভিযানে শাসক আওয়ামি লিগের নেতা একরামুল হকও নিহত হয়েছেন। দল না দেখে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
- মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রয়াত হলেন অ্যালান বিন (৮৬)। ১৯৬৯ সালে নাসার নভশ্চর হিসাবে চাঁদে পা রেখেছিলেন তিনি। ১৯৭৩ সালে তিনি দ্বিতীয়বার চাঁদে অবতরণ করেছিলেন।
খেলা
- টমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চিন। ফাইনালে তারা ৩-১ গেমে জাপানকে হারাল।
- লর্ডসে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল পাকিস্তান। টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তারা জয় লাভ করল। স্কোর: ইংল্যান্ড ১৮৪ ও ২৪২। পাকিস্তান ৩৬৩ ও ৬৪/১।
- চেন্নাই সুপার কিংস একাদশ আইপিএল-এ চ্যাম্পিয়ন হল। রানার্স হল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ফাইনালে চেন্নাই ৮ উইকেটে জয়ী হল। ৫৭ বলে অপরাজিত ১১৭ রান করে ম্যাচের নায়ক শেন ওয়াটসন। এমএস ধোনির নেতৃত্বে এই নিয়ে তৃতীয়বার আইপিএল খেতাব জিতল চেন্নাই। ১৭ ম্যাচে ৭৩৫ রান করে সর্বোচ্চ রানের কমলা টুপি পুরস্কার জিতলেন হায়দরাবাদের কেন উইলিয়ামসন। ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহের বেগুনি টুপি জিতলেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই। সর্বোচ্চ ওভার বাউন্ডারি (৩৭) মারার নজির গড়েছেন দিল্লির ঋষভ পন্থ।
বিবিধ
- উত্তর-পশ্চিম রেলওয়ের প্রথম মহিলা মালবাহকের স্বীকৃতি পেলেন মঞ্জুদেবী। জয়পুর স্টেশনে তিনি এখন ১৫ নম্বর কুলি। স্বামীর মৃত্যুর পর মালবহনে তাঁর লাইসেন্স পাওয়ার দাবি জানিয়েছিলেন মঞ্জু। উত্তর-পশ্চিম রেল তা মেনে নিল।
- ‘জওহরলাল নেহরু-ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বইটির সম্পাদনা করেছেন এ গোপান্না। এদিন ছিল নেহরুর মৃত্যু দিবস।