কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মে, ২০১৯

1044
0
Current Affairs 27 May 2019

আন্তর্জতিক

  • জাপান সফরে এসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প দেখা করলেন সম্রাট নারিহুতো এবং সম্রাজ্ঞী মাসাকোর সঙ্গে নারুহিতো সম্রাট হওয়ার পর এই প্রথম কোনো বিদেশি অতিথির সঙ্গে দেখা করলেন।এদিন জাপ প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বৈঠক হল ট্রাম্পের।
  • পাকিস্তানে ঐতিহাসিক মহালান প্রাসাদ সরকারি মদতে `লুঠ’ হয়ে যাওয়ার অভিযোগ উঠল।পাঞ্জাব প্রদেশের নারোয়াল সিটির বাথানওয়ালায় শিখ সম্প্রদায়ের ওই ধর্ণীয় প্রাসাদের নাম গুরুনানক প্রাসাদ।চারতলা প্রাসদের তিনটি তল কার্যত ধ্বংস করা হয়েছে।বহুমূল্য জানলার কপাট, দরজার কাঠামো, দিয়ার কাঠের সুদৃশ্য কড়িকাঠ, মূল্যবান আলমারি লুঠ হয়েছে।ধর্মীয় বিষয় সংক্রান্ত স্থানীয় দপ্তরের (আওকফ) প্রচ্ছন্ন মদতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

জাতীয়

  • কার্গিল সংঘর্ষে নিহত স্কোয়াড্রন লিডার অজয় আহুজার স্মৃতিতে সম্মান জানিয়ে ভিসিয়ানা থেকে বিশেষ উড়ানে যোগ দিল মিগ ২১ বিমানের একটি স্কোয়াড্রেন। নেতৃত্ব দিলেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এবং এয়ার মার্শাল ও নাম্বিয়ার।
  •  দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফরে মলদ্বীপ যেতে পারেন বলে জানানো হল। সার্কভুক্ত এই দেশে রাষ্ট্রপতি মহম্মদ সোলিহর শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি হাজির ছিলেন।
  •  পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন সৌরভ দাস।

বিবিধ

  • বিভিন্ন রাষ্টায়ত্ত ব্যাঙ্কের বড় অঙ্কের ঋণ খেলাপিদের নাম প্রকাশ করতে হবে বলে কেন্দ্রীয় তথ্য কমিশন জানিয়ে দিল ভারতের ভারতের রিজার্ভ ব্যাঙ্ককে।তথ্যের অধিকার আইনে জনৈক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হল।এই তালিকা প্রস্তুত হয়েছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক।

খেলা

  • মিউনিখে শ্যুটিং বিশ্বকাপে সোনার পদক জিতলেন ভারতের সৌরভ চৌধুরী।এটি তাঁর দ্বিতীয়বার সোনা জেতার ঘটনা।১০ মিটার এয়ার পিস্তলে নিজের রেকর্ড ভেঙে ২৪৬.৩ পয়েন্ট পেয়ে বিশ্বরেকর্ড করলেন তিনি।মহিলাদের ২৫ মিটার পিস্তলে সেনা জিতলেন রাহি স্বর্ণওয়াত।
  • ইবার স্টিম্যাচের প্রশিক্ষণে জুন মাসে থাইল্যান্ডের বুরিরামে কিংস কাপে ভারতের জাতীয় ফুটবল দল অংশ নেবে বলে জানানো হল।