কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মে ২০২০

1092
0

আন্তর্জাতিক

  • নিউজিল্যান্ডে এই মুহূর্তে এক জন করোনা রোগিও হাসপাতালে চিকিৎসাধীন নন বলে জানালেন সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন৷ সেখানে এই মুহূর্তে কোভিড ১৯-এ আক্রান্ত ২১ জন বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলে জানানো হল৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করে গেল৷ আক্রান্ত প্রায় সাড়ে ১৭ লক্ষ জন৷ ব্রাজিলে আক্রান্ত ৩ লক্ষ ৯২ হাজার, মৃত্যু হয়েছে ২৪৫৪৯ জনের৷ রাশিয়ায় ৩৯৬৮ জনের মৃত্যু হল সংক্রমণে৷ বর্তমানে দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে মেক্সিকোতে৷ বাংলাদেশে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ৫ জন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হল৷

 

জাতীয়

  • পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সুপার সাইক্লোন আমপান বয়ে যাওয়ার এক সপ্তাহ পরও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে রয়েছে৷ এখনও ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরতে পারেননি ২ লক্ষাধিক মানুষ৷ ১০ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৬০ কিমি বাঁধ, ৪ লক্ষ বৈদ্যুতিক স্তম্ভ, ১ লক্ষ ১০ হাজার স্কুলবাড়ি ভেঙে গেছে৷ রাজ্য বিদ্যুৎ পরিবহণ নিগমের দেড় লক্ষ কিমি বিদ্যুতের লাইন ও ৩০ হাজার কিমি হাইটেনশন লাইন নষ্ট হয়েছে৷ ভেঙে পড়েছে অন্তত ৩০০টি সেতু ও কালভার্ট৷ পূর্ত দপ্তরের ৩১৭ কিমি রাস্তা, ৪৭১০ কিমি গ্রামীণ রাস্তা ও সুন্দরবনের ৭০০কিমি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এরপর এদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘণ্টায় ৯৬ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেল৷
  • দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫১৭৬৭ জন৷ ৪৩৩৭ জনের জীবনহানি হয়েছে এই সংক্রমণে৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৬৩৮৭ জন৷ যার জেরে এদিন দেড় লক্ষ অতিক্রম করে গেল আক্রান্তের সংখ্যা৷

 

 

বিবিধ

  • লেখিকা জে কে রাওলিং ছোটদের জন্য তাঁর নতুন বই “দ্য ইকাবর্গ” তাঁর নিজের ওয়েবসাইটে আপলোড করার সিদ্ধান্ত জানালেন৷ ১০ জুলাই পর্যন্ত তা ধারাবাহিকভাবে আপলোড করা হবে৷
  • ক্যান্সারের টিউমারের ধ্বংসের ওষুধ আবিষ্কার করেছিলেন ব্রিটেনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষক অসীমা মুখোপাধ্যায়৷ সেই ওষুধের রয়্যালিটি বাবদ পাওয়া অর্থ কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের গবেষণা প্রকল্পে দান করলেন তিনি৷

 

 

খেলা

  • ব্রিসবেনে ৩ ডিসেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে পারে বলে জানা গেল৷ ১১ ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হতে পারে বলে জানা গেল৷
  • আমপান ঝড়ের পরবর্তী পরিস্থিতিতে ৫ হাজার গাছ বসানোর পরিকল্পনা জানাল কে কে আর৷ প্রসঙ্গত, ২০১২ সালের ২৭ মে তারা প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল৷