কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মার্চ ২০১৮

schedule
2018-03-28 | 13:43h
update
2018-03-28 | 13:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • কর্ণাটক বিধানসভার দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ১২ মে ভোট নেওয়া হবে, ফল প্রকাশিত হবে ১৫ মে।
  • প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগের সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
  • দুই প্রাপ্তবয়স্কের বিয়েতে খাপ পঞ্চায়েত বা এই ধরনের কোন সংগঠন হস্তক্ষেপ করতে পারবে না বলে রায় দিল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক

  • লিণ্ডা ব্রাউন (৭৬) প্রয়াত হলেন। গোটা বিশ্বে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। শিক্ষা ক্ষেত্রে গায়ের রঙ দেখে বৈষম্য করা বেআইনি বলে ১৯৫৪ সালে মার্কিন সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল তা লিণ্ডাকে নিয়ে তাঁর বাবার দীর্ঘ লড়াইয়েরই ফল।
  • ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটির সামনে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থা কর্মী ক্রিস্টোফার ওয়াইলি। ফেসবুক থেকে তথ্য নিয়ে ‘বেক্সিট’ নির্বাচনে প্রভাব খাটানোর তথ্য প্রথম তিনিই প্রকাশ করে দিয়েছিলেন।
  • পাকিস্তানের টিভি চ্যানেলে প্রথম রূপান্তরকামী সঞ্চালক হিসাবে নিযুক্ত হলেন সার্ভিয়া মালিক। লাহোরের এই রূপান্তরকামীকে বহু লড়াই করে এই স্থানে পৌঁছতে হয়েছে।
Advertisement

খেলা

  • এশিয়ান কাপের বাছাই পর্বের ফুটবলে ভারত ১-২ গোলে হারল কিরঘিজস্তানের কাছে। আন্তর্জাতিক ক্ষেত্রে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয় স্বীকার করল ভারত। তবে ইতিমধ্যেই গ্রুপ এ থেকে ভারত পরবর্তী স্তরে পৌঁছেছে।
  • সন্তোষ ট্রফির গ্রুপ পর্যায়ে নিয়মরক্ষার ম্যাচ বাংলা কেরলের কাছে ০-১ গোলে হেরে গেল। বাংলা সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় এদিন প্রথম সারির দল নামানো হয়নি।
  • সিডনিতে জুনিয়র বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন ভারতের মানু ভাকের ও আনমোল জুটি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে পদক জিতলেন তাঁরা। এটি ভারতের সপ্তম সোনা।
  • স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরুন ব্যানক্র্যাফ্ট-এই তিন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে নিল ক্রিকেটে অস্ট্রেলিয়া।

বিবিধ

  • গুরু গোবিন্দ সিংহের ৩৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নতুন ৩৫০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করা হবে। মুদ্রাগুলির ওজন হবে ৩৫ গ্রাম। রূপো, তামা, নিকেল, দস্তার মিশ্রণে তৈরি করা হবে কয়েনগুলি। এই সিদ্ধান্ত এদিন জানাল কেন্দ্র সরকার।
  • বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ইডিকে নির্দেশ দিল দিল্লির আদালত। এই নির্দেশ ১৯৯৬ সাল থেকে ৩ বছরে তখনকার বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভেঙে ২ লক্ষ ডলার বিদেশি সংস্থাকে দেওয়ার অপরাধে দেওয়া হল।
  • গত ফেব্রুয়ারি মাসে জিএসটি বাবদ আয় হয়েছে ৮৫১৭৪ কোটি টাকা যা তার আগের মাসগুলির থেকে কম। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এদিন এই তথ্য প্রকাশ করল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 22:55:50
Privacy-Data & cookie usage: