কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ অক্টোবর ২০১৯

schedule
2019-10-31 | 05:59h
update
2019-10-31 | 05:59h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেই অভিযানের বিশদ তথ্য প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই অভিযানের নাম ছিল ‘অপারেশন কেলা ম্যুলার।’ ২০১৩ সালে তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ার হাসপাতালে আহত অবস্থায় ভর্তি অসংখ্য মানুষের সেবার লক্ষ্যে গিয়েছিলেন ২৬ বছরের মানবাধিকার কর্মী কেলা ম্যুলার। সেই মার্কিন মহিলাকে হত্যা করেছিল আইএস জঙ্গিরা। তাঁর নামেই অভিযানের নাম রাখা হয়। সংবাদে প্রকাশ, তুরস্কে গ্রেপ্তার হওয়া বাগদাদির ঘনিষ্ঠ অনুচর ইসমাইল আল এথাউইয়ি  খোঁজ দিয়েছিল বাগদাদির গোপন ডেরার। এদিকে আইএস-এর নতুন প্রধান নিযুক্ত হলেন সাদ্দাম হুসেনের বাহিনীর অফিসার আবদুল্লা কারদাশ।
  • ব্রেক্সিট প্রক্রিয়া পিছিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করতে সম্মতি জানাল ইউরোপীয় ইউনিয়ন।
Advertisement

 

জাতীয়

  • ইউরোপীয় ইউনিয়নের ২৮ জনের প্রতিনিধি দলকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিল কেন্দ্র। দেশের সাংবাদিকদের ও রাজনৈতিক নেতাদের ঢুকতে না দিয়ে, কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক বলে প্রচার করে, ইউরোপের দক্ষিণপন্থী প্রতিনিধিদলকে কাশ্মীরে ঢোকানো সংসদেরই অপমান করা হল কিনা সে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলগুলিতে। অন্যদিকে কাশ্মীরের পরিস্থিতি এবং জঙ্গি হামলা প্রতিরোধ নিয়ে এদিন তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

 

বিবিধ

  • আধুনিক মানুষের পূর্বপুরুষের জন্ম হয়েছিল ২ লক্ষ বছর আগে। আফ্রিকা মহাদেশের দক্ষিণে কালাহারি মরুভূমির ঘেরা বৎসোয়ানায় প্রথম আবির্ভাব ঘটেছিল তাদের। এই দাবি করলেন সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। মানুষের ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে তৈরি তাঁদের গবেষণা পত্র ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হল।
  • টাইপ থ্রি ওয়াইল্ড পোলিয়ো ভাইরাস পৃথিবী থেকে মুক্ত হয়ে গেছে বলে জানাল ‘হু’। টাইপ টু ভাইরাস আগেই নিশ্চিহ্ন হয়েছিল।

 

খেলা

  • পোল্যান্ডে আয়োজিত আইটিটিএফ ক্যাডেট চ্যালেঞ্জ টেবল টেনিসে সোনার পদক জিতলেন ভারতের প্রয়াস জৈন।
  • বাংলাদেশে শেখ কামাল আন্তর্জাতিক কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী দলের কাছে ২-৩ গোলে হেরে গেল গোকুলাম এফসি।
  • আইএসএল-এ বেঙ্গালুরু এফসি এবং গোয়া এফসি ম্যাচ ১-১ গোলে ড্র হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 17:31:50
Privacy-Data & cookie usage: