কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জানুয়ারি, ২০১৯

schedule
2019-01-31 | 05:51h
update
2019-01-31 | 05:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ভারতীয় ধনকুবের জন কাপুরের বিরুদ্ধে মামলা করল মার্কিন প্রশাসন। বস্টনের একটি আদালতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। ৭৫ বছরের কাপুরের বিরুদ্ধে অভিযোগ, ব্যথার ওষুধের নামে বেআইনিভাবে আফিম দেওয়া ওষুধ ব্যবহার এবং তার প্রচার করত তাঁর সংস্থা।
  • গত বছর মার্চ মাসে কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণ করার সময় ভেঙে পড়েছিল ইউএস বাংলা বিমান। মৃত্যু হয়েছিল ৫১ জন যাত্রীর। এদিন তার তদন্ত রিপোর্ট প্রকাশিত হল। তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে পাইলট আবিদ সুলতানকে। তিনি বিপজ্জনকভাবে বিমানটি অবতরণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তাঁর মানসিক অস্থিরতা ছিল। মানসিক হতাশার জন্য ১৯৯৩ সালে বাংলাদেশে বায়ুসেনা তাঁকে বহিষ্কার করেছিল।
Advertisement

জাতীয়

  • ফুসফুস প্রতিস্থাপনের লাইসেন্স পেল এসএসকেএম হাসপাতাল। পূর্ব ভারতের প্রথম প্রতিষ্ঠান হিসাবে তারা এই ছাড়পত্র পেল।
  • কলকাতা শহরে দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের সংখ্যা ৩,০৮.০১৯। ২০১৫-১৬ সালের তথ্য অনুযায়ী এই তথ্য প্রকাশ করল কলকাতা পুরসভা। ২০১৪-১৫ সালে এই সংখ্যা ছিল ২,৮৯,১৩২।

বিবিধ

  • ইস্পাত উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করল ভারত। ২০১৮ সাল ভারতে ১০.৬৫ কোটি টন কাঁচা ইস্পাত উৎপাদিত হয়েছে। এই পরিসংখ্যান জানাল ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়শন।
  • শাট-ডাউনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১০০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানাল মার্কিন কংগ্রেস।

খেলা

  • বে ওভালে নিউজিল্যান্ডর বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ভারত ৭ উইকেটে জয়ী হল। ম্যান অব দ্য ম্যাচ হলেন মহম্মদ শামি। সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে ভারত সিরিজ জয়ও নিশ্চিত করল। প্রসঙ্গত, ২০০৯ সাল নিউজিল্যান্ডের একদিনের সিরিজ ৩-১ ফলে জিতেছিল ভারত। ২০১৪ সালে ০-৪ ব্যবধানে হেরেছিল।
  • রঞ্জি ট্রফির ফাইনালে উঠল সৌরাষ্ট্র। সেমিফাইনালে তারা ৫ উইকেটে হারাল কর্নাটককে। অপরাজিত শতরান (৩১) করলেন চেতেশ্বর পূজারা ও শেলডন জ্যাকসন (১০০)।
  • প্রথমবার কোনো একদিনের সিরিজ জিতল নেপাল। তারা হারাল সংযুক্ত আরব আমিরশাহিকে।
  • ২২১টি ক্রীড়া প্রশিক্ষণ সংস্থাকে ১ লক্ষ টাকা করে অনুদান দেবার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন এক অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান জানানো হল প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি ও প্রাক্তন টেনিস খেলোয়াড় জয়দীপ মুখোপাধ্যায়কে। ক্রীড়াগুরুস, বাংলার গৌরব সম্মানে পুরস্কৃত করা হল কোচ খেলোয়াড়দের। পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2024 - 13:48:33
Privacy-Data & cookie usage: