কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুলাই ২০২০

991
0

আন্তর্জাতিক

  • সিঙ্গাপুরের বিরোধী দলনেতা নিযুক্ত হলেন প্রীতম সিংহ (৪৩)৷ সাধারণ নির্বাচনে ৯৩টি আসনের মধ্যে প্রীতমের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি ১০টি আসনে জয়ী হয়েছে৷ এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের বিরোধী দলনেতা হলেন৷
  • এবছর পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘নিশান ই পাকিস্তান’ দেওয়া হচ্ছে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে৷ কট্টর ভারতবিরোধী গিলানি হুরিয়তের প্রাক্তন চেয়ারম্যান৷ অতীতে ভারত-পাক সুসম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকার জন্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে ওই সম্মান দেওয়া হয়েছিল৷ একটি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে রাখা হচ্ছে গিলানির নামে৷
  • বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ১,৬৭,৯৫,৭৬১৷ প্রাণহানি হয়েছে ৬,৬০,৬৬৭ জনের৷ সংক্রমণ প্রতিরোধে কানাডা, চিন, অস্ট্রেলিয়া, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷

 

জাতীয়

  • পুণের মসুন জেনারেল হাসপাতালে জন্মের ৩ দিন পর কোভিড১৯-এ আক্রান্ত হল একটি শিশুকন্যা৷ ভারতে এই ঘটনা এই প্রথম৷ মায়ের থেকে প্ল্যাসেন্টার মাধ্যমে সে সংক্রমিত হয়েছে৷ এদিকে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৮৩,১৫৬৷ প্রাণহানির সংখ্যা ৩৩,৪২৫৷ এদিকে পশ্চিমবঙ্গে জুলাইয়ের ৩ দিনের পর আগস্টেও ৫, ৮, ১৬, ২৩, ২৪ ও ৩১ তারিখে পূর্ণ লকডাউনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার৷ অন্যদিকে দেশে ১৮১ দিনে রোগীর সংখ্যা ১৫ লক্ষের কাছে পৌঁছে গেল৷ দেশে সুস্থতার হার ৬৪.২৪ শতাংশ৷ কিন্তু সংক্রমণ বৃদ্ধির হার ৩.৬ শতাংশ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে তা যথাক্রমে ১.৭ এবং ২.৪ শতাংশ৷

 

 

বিবিধ

  • প্রকাশিত হল চতুর্থ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের রিপোর্ট৷ এই রিপোর্ট অনুযায়ী দেশে সব থেকে বেশি বাঘ রয়েছে করবেট ন্যাশনাল পার্কে (২৩১টি)৷ বান্ধবগড়, নগারহোল, বন্দিপুরে বাঘের সংখ্যা যথাক্রমে ১০৪, ১২৭ ও ১২৬৷
  • বিশ্বে করোনা আক্রান্তদের ৯০ শতাংশই হরের বাসিন্দা৷ অথচ শহরের ২৪ শতাংশ মানুষ বস্তির বাসিন্দা৷ পরিষ্কার পানীয় জল পান না ২২০ কোটি মানুষ, নিকাশির ব্যবস্থা নেই ৪২০ কোটি জনের৷ এদিন প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে এই তথ্য জানা গেছে৷

 

খেলা

  • ম্যাঞ্চেস্টার টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হল ১২৯ রানে৷ ফলে এই টেস্টে ২৬৯ রানে জয়ী হল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ৬২ রান ও ম্যাচে ১০ উইকেট নেওয়ার পর ম্যান অব দ্য ম্যাচ হলেন স্টুয়ার্ট ব্রড৷ ম্যান অব দ্য সিরিজও হলেন তিনি৷ এদিন ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রেথওয়েয়টকে আউট করে টেস্ট ক্রিকেটে ৫০০তম উইকেট পেলেন ব্রড৷ সাউদাম্পটন টেস্টে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল৷ এদিন তিনিই সপ্তম ক্রিকেটার হিসাবে টেস্টে ৫০০ উইকেট শিকারির এলিট ক্লাবে নাম লেখালেন৷ তাঁর আগে রয়েছেন মুথাইয়া মুরলীধরণ (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৫৮৯), গ্রেন ম্যাকগ্রথ (৫৬৩) এবং কোর্টনি ওয়ালশ (৫১৯)৷ ইংরেজ ক্রিকেটারদের মধ্যে তাঁর আগে রয়েছেন কেবল অ্যান্ডারসন৷
  • অনলাইন দাবায় ইজরায়েলের বরিস গেলফান্ডকে পরাস্ত করলেন বিশ্বনাথন আনন্দ৷ এর আগে ৬টি ম্যাচে তিনি হেরে গিয়েছিলেন৷

 

 

লাইভ টিভি দেখুন:       https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল