কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

schedule
2019-03-02 | 05:24h
update
2019-03-02 | 05:24h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিং জংয়ের মধ্যে বৈঠক ভেস্তে গেল। শান্তি প্রতিষ্ঠা, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ প্রভৃতি বিষয়ে হ্যানয়ে দুই রাষ্ট্র প্রধান বৈঠকে বসেছিলেন। গত বছর সিঙ্গাপুরে বৈঠকের পর এটি ছিল তাঁদের দ্বিতীয় বৈঠক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় ও উত্তর কোরিয়া সামগ্রিক পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত না হওয়ায় মাঝপথেই বৈঠক ভেস্তে গেল।
  • গাজা সীমান্তে প্যালেস্তাইনি বিক্ষোভকারীদের ওপর ইজরায়েলের হামলা চালানোর অভিযোগ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের গড়া তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হল। সেখানে ইজরায়েলি সেনার হামলাকে যুদ্ধাপরাধের সমান বলে মন্তব্য করা হয়েছে।
Advertisement

জাতীয়

  • ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে নিঃশর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, অভিনন্দনের বাবা, ঠাকুরদা ছিলেন বায়ুসেনার অফিসার। তাঁর মা শোভা বর্তমান একজন চিকিৎসক। তিনি যু্দ্ধবিধ্বস্ত এলাকায় কাজ করেছেন।
  • দেশের ১২ লক্ষ বনবাসীকে উচ্ছেদ করার উদ্যোগের ওপর নিজেদের নির্দেশেই স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

বিবিধ

  • চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার হয়েছে ৬.৬ শতাংশ। গত ৫ ত্রৈমাসিকের মধ্যে এই হার সব থেকে কম। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল। এদিকে গত জানুয়ারি মাসে দেশের পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ১.৮ শতাংশ। এই হার ছিল গত ১৯ মাসে সর্বনিম্ন।

খেলা

  • আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারাল রিয়াল কাশ্মীরকে। চেন্নাই সিটি, ইস্টবেঙ্গল ও রিয়ালের ১৮ ম্যাচে পয়েন্ট দাঁড়াল যথাক্রমে ৪০, ৩৬ ও ৩৩। এদিন গোকুলম এফসিকে ৩-১ গোলে হারাল আইজল এফসি। ইন্ডিয়ান অ্যারোজ ৩-১ গোলে হারাল মোহনবাগানকে। ফুটবলকে বিদায় জানানোয় এদিনই শেষবার ম্যাচে খেললেন মেহতাব হোসেন। ২৩ বছর ধরে তিনি ক্লাব ফুটবল খেলেছেন। শেষ ম্যাচে মোহনবাগানকে নেতৃত্ব দিলেন তিনি।
  • মেয়েদের একদিনের সিরিজে ইংল্যান্ডের কাছে তৃতীয় ম্যাচে হেরে গেল ভারত। তবে সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
  • গ্রেনাডায় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ১৬২ রান করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। একদিনের ক্রিকেটে ১০০০০ রানও পূর্ণ হল তাঁর।
  • ইরানে মাচরান কাপে সোনা জিতলেন ভারতীয় বক্সার দীপক সিং।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 06:54:45
Privacy-Data & cookie usage: