জাতীয়
- তুতিকোরিনে স্টারলাইট তামা কারখানা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত জানাল তামিলনাড়ু সরকার। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানালেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। প্রসঙ্গত, সংস্থার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালনায় ১৩ জনের মৃত্যু হয়েছে গত সপ্তাহে। কারখানার দূষণ থেকে রোগ ছড়াচ্ছে, এই অভিযোগে গত ৪ মাস ধরে আন্দোলন করছেন এলাকার ১৮টি গ্রামের বাসিন্দারা।
আন্তর্জাতিক
- পাক গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধান আসাদ দুরানির বিরুদ্ধে সামরিক তদন্ত হবে। তিনি আপাতত পাকিস্তান ছাড়তে পারবেন না। এদিন এই নিষেধাজ্ঞা জারি করল পাক প্রশাসন। প্রসঙ্গত, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান এ এস দুলাতের সঙ্গে যৌথভাবে একটি বই (‘স্পাই ক্রনিকলস, র-আইএসআই অ্যান্ড দ্য ইলিউশন অব পিস’) লিখে প্রশ্নের মুখে পড়েছেন দুরানি।
- এলিজে প্রাসাদে ডেকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ দেখা করলেন শরণার্থী যুবক মামুদু গাসামোর সঙ্গে। মালি থেকে পালিয়ে আসা ২২ বছরের ওই যুবককে ফরাসি নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তও জানালেন তিনি। প্রসঙ্গত, গত ২৬ মে প্যারিসে ৫ তলার রেলিং থেকে একটি শিশুকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে ছিলেন গাসামো। তাঁকে দমকলে চাকরি দেওয়ার কথা জানানো হল।
- সাধারণ নির্বাচন ঘোষণা হওয়ায় পাকিস্তানে প্রাক্তন প্রধান বিচারপতি নামিরুল মুলক তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে এদিন স্থির হল।
খেলা
- বিশ্ববিখ্যাত অ্যাথলিট ডিক কোয়াক্স (৭০) প্রয়াত হলেন। নিউজিল্যান্ডের এই অ্যাথলিট ১৯৭৭ সালে ৫০০০ মিটার দৌড়ে ১৩ মিনিট ১২.৯ সেকেন্ড সময় করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। দীর্ঘদিন অক্ষুণ্ণ ছিল এই রেকর্ড।
- ইউনাইটেড ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড কোম্পানি ভেঙে গেল। ইউবি গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় তারা এখন কেবল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ২২ বছর আগে ওই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছিল ক্লাবটি।
- পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলা নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল বিসিসিআই। ২০১২ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ।
বিবিধ
- রাষ্ট্রায়ত্ত গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থার প্রথমবার বাজারে শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করল সেবি। সংস্থার ১৭.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে।
- জিএসটি চালু হওয়ায় পূর্বতন ভ্যাট ব্যবস্থা থেকে রাজ্যগুলির রাজস্ব বাবদ আয় প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। এদিন এই তথ্য দিল জিএসটি কমিশন। ২০১৭ সালের ১ জুলাই গোটা দেশে জিএসটি চালু হয়েছিল।
- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠির একগুচ্ছ ব্যাকরণগত ও বানান সংক্রান্ত ভুল চিহ্নিত করে চিঠিটি ফেরত পাঠালেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইভন ম্যাসন।