কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মার্চ ২০২০

621
0
current affairs

আন্তর্জাতিক

  • সমগ্র বিশ্বেই ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে করোনা ভাইরাস জনিত রোগ পরিস্থিতি৷ মৃত্যু হল ২৯৯০৮ জন মানুষের৷ মোট সংক্রমিত হয়েছেন ৬৪২২২০ জন৷ শুধু ইতালিতেই মৃতের সংখ্যা ১০০২৩৷ স্পেন, চিন, মার্কিন যুক্তরাষ্ট্রে ওই সংখ্যা যথাক্রমে ৫৬৯০, ৩২৯৫ এবং ১৭১৭৷ ইরানে ২৫১৭ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ অন্য দিকে চিনের চিকিৎসকদের পর্যবেক্ষণ, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়া রোগিদের ৩ থেকে ১০ শতাংশের শরীরে ফের সংক্রমণ ফিরে আসতে পারে৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকালীন আইন প্রয়োগ করে গাড়ি প্রস্তুত কারক সংস্থা জেনারেল মোটরসকে সব কাজ ছেড়ে ভেন্টিলেটর প্রস্তুতের নির্দেশ দিলেন৷

 

জাতীয়

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে কোভিড ১৯ সংক্রমণে ২০ জন প্রাণ হারিয়েছেন৷ এদিন কেরল, তেলেঙ্গানা ও গুজরাট থেকে এসেছে মৃত্যুর খবর৷ দেশে সংক্রমিত হয়েছেন ৯১৮ জন৷ ভারতে প্রথম সংক্রমণের খবর পাওয়া যায় ৩০ জানুয়ারি৷
  • করোনার জন্য চিকিৎসাবিদ্যার প্রবেশিকা পরীক্ষা নিট পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ ওই পরীক্ষা ৩ মে হওয়ার কথা ছিল৷

 

বিবিধ

  • করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা ও গবেষণার কাজে ৫০০ কোটি টাকা দেওয়ার কথা জানালেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা৷ করোনা মোকাবিলায় ১০০০ কোটি টাকা অর্থ সাহায্যের কথা জানাল টাটা সন্স৷
  • লক ডাউনের পরিস্থিতিতে দেশে হ্রাস পেয়েছে বিদ্যুতের চাহিদাও৷ গত ২৬ মার্চ দেশে ১২০.৩১ গিগাওয়াট চাহিদা ছিল বলে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ সূত্র জানাল৷

 

খেলা

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা আর্থিক অনুদানের সিদ্ধান্ত জানাল বিসিসিআই৷
  • করোনা সংক্রমণের আশঙ্কায় বিশ্বের সর্বত্র খেলা বন্ধ থাকলেও ব্যতিক্রম বেলারুশ৷ সেখানে ফুটবল লিগ চলছে৷ দেশে করোনায় সংক্রমিত রোগির সংখ্যা প্রায় একশ৷ দেশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর দাবি, অহেতুক আতঙ্ক তৈরি করা হচ্ছে৷