কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ সেপ্টেম্বর ২০১৮

628
0
Current Affairs 28 Sept 2018

জাতীয়

  • শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলারাও প্রবেশ করতে পারবেন। এতদিন তাঁরা তা পারতেন না। এদিন সুপ্রিম কোর্টের ৫ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল। ‘ইয়ং ইন্ডিয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশন’ ২০১৬ সালে যে জনস্বার্থ মামলা করেছিল তারই প্রেক্ষিতে এই রায়। ৫ জন বিচারপতির মধ্যে একমাত্র ভিন্নমত পোষণ করেন বিচারপতি ইন্দু মালহোত্রা।
  • বিষমদ মামলার মূল অভিযুক্ত নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশাকে আমৃত্যু কারাদন্ডের নির্দেশ দিল আদালত। ২০১১ সালের ১১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনায় বিষাক্ত মদ পান করে ১৭২ জনের মৃত্যু হয়েছিল।
  • শিক্ষাদানের সময় কোন শিক্ষককে শিক্ষাদান ব্যতীত অন্য কাজে নিযুক্ত করা যাবে না বলে রায় দিল কলকাতা হাইকোর্ট।

আন্তর্জাতিক

  • হ্রদের জলে ডুবে গেল আস্ত একটি বোয়িং বিমান। তবে তার আগে যাত্রী ও বিমানকর্মীদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এয়ার নিউগিনি সংস্থার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি প্রশান্তমহাসাগরের দ্বীপ পোনপেই থেকে পাপুয়া নিউ গিনি যাচ্ছিল। ওয়েনো দ্বীপের বিমানবন্দরে নামতে গিয়ে ভুল করে পাশের হ্রদে অবতরণ করে সেটি। স্থানীয় মৎসজীবীরাই ৪৭ জন যাত্রী, বিমানকর্মীকে উদ্ধার করেন।
  • ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৫। এর পরই ধেয়ে আসে সুনামি। জোড়া বিপর্যয়ে ইন্দোনেশিয়ার পালু ও ডাঙ্গালা শহরে অন্তত ৫ জনের মৃত্যু হল।
  • মায়ানমারের নেত্রী আং সাং সু কি-কে দেওয়া সাম্মানিক নাগরিকত্ব ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল কানাডা। রোহিঙ্গাদের গণহত্যা প্রসঙ্গে তাঁর নীরবতায় এই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হল।

খেলা

  • এশিয়া কাপ ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হল। এদিন দুবাইয়ে ফাইনাল ম্যাচে ভারত ৩ উইকেটে বাংলাদেশকে হারাল। এই নিয়ে ভারত সপ্তমবার এই ট্রফি জিতল। প্রথমে ব্যাট করে ২২২ রান তুলেছিল বাংলাদেশ। শতরান করল বাংলাদেশের লিটন দাস (১২১)। ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। আর্ন্তজাতিক ক্রিকেটে উইকেট রক্ষক হিসাবে ৮০০ তম শিকার হল এমএস ধোনির। এক্ষেত্রে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। সামনে অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫) ও মার্ক বাউচার (৯৯৮)।
  • মেয়েদের টি ২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন হরমনপ্রীত কৌর।

বিবিধ

  • দিল্লির তাজ মানসিং হোটেল পরিচালনায় ৩৩ বছরের জন্য দায়িত্ব পেল টাটা গোষ্ঠী। এদিন নিলামে তারা এই অধিকার জিতে নিল।
  • প্রাকৃতিক গ্যাসের দাম ১০ শতাংশ বৃদ্ধি করল কেন্দ্র।