কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ অক্টোবর, ২০১৮

1107
0
Current Affairs 29 Oct 2018

জাতীয়

  • টোকিওয় ভারত-জাপান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হল। এদিন ৩২টি চুক্তি সই হল দুদেশের মধ্যে।
  • গত ২৩ অক্টোবর নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনাবাহিনীর প্রশাসনিক দপ্তরে ভারতীয় সেনারা সশস্ত্র হামলা চালিয়েছিল বলে এদিন জানানো হল। পুঞ্চ ও ঝাল্লাসে পাক হামলার প্রত্যুত্তরে এই হামলা চালানো হয়।

আন্তর্জাতিক

  • ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১৮১ জন যাত্রী সহ ১৮৯ জনের। জাকার্তার সোয়েকার্নোহাট্টা বিমানবন্দর থেকে উড়ানের ১৩ মিনিট পরেই লায়ন এয়ার সংস্থার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি জাভা সাগরের বুকে ভেঙে পড়ে। বাঙ্কা দ্বীপের পাংকাল পিনাং বিমানবন্দরে যাওয়ার কথা ছিল জে টি ৬১০ উড়ানটির। বিমানের প্রধান পাইলট ছিলেন ভারতীয়। ভব্য সুনেজা নামে ওই পাইলটের ৬০০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা ছিল।
  • ব্রাজিলের রাষ্ট্রপতি পদে নির্বাচনে ৫৫.১৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হলেন জাইর বোলসোনোরো। নতুন বছরে তিনি দায়িত্ব নেবেন। প্রাক্তন সেনা ক্যাপ্টেন তিনি।
  • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত।
  • শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুন রণতুঙ্গাকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর দেহরক্ষীর গুলিতে বিরোধী দলের এক নেতার মৃত্যুর ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হল।

খেলা

  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ভারত ২২৪ রানে জয়ী হল। একদিনের ক্রিকেটে এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে জয়। প্রথমে ব্যাট করে ভারত ৩৭৭ রান করেছিল। এদিন দীর্ঘ ৯ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করলেন শচীন তেণ্ডুলকর। এদিন ভারতের হয়ে জোড়া শতরান করলেন রোহিত শর্মা ও অম্বাতি রায়াডু। ৮১ বলে শতরান করে রান আউট হন রায়াডু। এটি তাঁর তৃতীয় ওডিআই শতরান। রোহিত ১৬২ রান করলেন। ১৮৫ ইনিংসে এটি তাঁর ২১তম ওডিআই শতরান। এই নিয়ে সপ্তমবার দেড় শতাধিক রানের বিশ্বরেকর্ড করলেন রোহিত। তিনিই হলেন ম্যান অব দ্য ম্যাচ।
  • এ মরসুমের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিলটন। তিনি এই নিয়ে পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন।
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হলেন ভারতের আকাশদীপ সিং।

বিবিধ

  • ভারত ও জাপান পরস্পরের মধ্যে ৭৫০০ কোটি ডলার পর্যন্ত বিদেশি মুদ্রা ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হল। এদিন টোকিওয় ভারত-জাপান শীর্ষ সম্মেলনে এই বিষয়ে চুক্তি সই হল।
  • একদিনে শেয়ার সূচক সেনসেক্স ৭১৮ পয়েন্ট এবং নিফটি ২২০ পয়েন্ট বৃদ্ধি পেল। অন্যদিকে ২ দিনে ৩৫৮৬.৬৬ কোটি টাকার শেয়ার বিক্রি করল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।