আন্তর্জাতিক
- আফ্রিকায় পর্যটনের আড়ালে চোরা শিকার চলছে। ধনী ব্যক্তিরা কয়েক হাজার পাউন্ডের বিনিময়ে ঘেরাটোপে থাকা সিংহ শিকার করছে। এই দাবি জানালেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা লর্ড অ্যাশক্রফ্ট। তিনি গোপনে তদন্ত চালিয়েছিলেন, তার নাম ‘অপারেশন সিম্বা’। এদিন প্রকাশিত হল তারই তদন্ত রিপোর্ট।
- ‘বাংলাদেশের সধারণ নির্বাচনে বিএনপি-র যে ৬ জন প্রার্থী জয়লাভ করেছেন, তাঁদের ৫ জন শপথ নিলেন। নির্বাচনে ফল প্রকাশের ৯০ দিনের মাথায় এদিনই ছিল তাঁদের শপথ নেওয়ার শেষ দিন। প্রসঙ্গত, বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল তারা সংসদ বয়কট করবে।
- নিরাপত্তার প্রশ্নে মুখ ঢাকা পোশাক পরায় নিশেধাজ্ঞা জারির সিদ্ধান্ত জানালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। জরুরি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে শ্রীলঙ্কার মৌলবিদের গোষ্ঠী আগেই বোরখা না পরার জন্য আবেদন জানিয়েছিলেন মুসলিম মহিলাদের প্রতি।
জাতীয়
- লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ৯টি রাজ্যের ৭২টি আসনে গড়ে ৬৪ শতাংশ ভোট পড়ল।
- গুয়াহাটি-ঢাকা-কলকাতা ক্রুজ পরিষেবার সূচনা হল। এম ভি মহাবাহুর এই সফর ১৬ দিন, ১৭ রাতের। এটি ৪৬ জন পর্যটক বহন করতে সক্ষম।
বিবিধ
- তদন্তমূলক প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার পেল দি নিউইয়র্ক টাইমস। ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সম্পত্তি এবং কর ফাঁকির অভিযোগ নিয়ে তারা তদন্ত চালিয়েছিল। পাবলিক সার্ভিস বিভাগে ওই পুরস্কার পেল সাউথ ফ্লোরিডা সান সেন্টিনেল। ব্রেকিং নিউজ এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফি পুরস্কার পেল যথাক্রমে পিটার্সবার্গ পোস্ট গেজেট এবং রয়টার্স।
খেলা
- আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে পদক প্রাপ্তির বিচারে শীর্ষস্থান দখল করল ভারত। এ বছর ভারত ৩টি সোনা ও ১টি রুপো সহ ৫টি পদক জিতেছে। গত বিশ্বকাপেও ভারত শীর্ষস্থান পেয়েছিল (হাঙ্গেরির সঙ্গে যুগ্মভাবে)।
- বুদাপেস্টে আয়োজিত বিশ্ব টেবল টেনিস খেতাব জিতলেন চিনের মা লং। ছেলেদের বিশ্ব টিটি সার্কিটে তিনি ড্রাগন নামে পরিচিত।
- আইটিটিএফ র্যাঙ্কিংয়ে বিশ্বে ২৪তম ক্রম পেলেন জি সাথিয়ান। এই প্রথম ভারতের কোনো টেবল টেনিস খেলোয়াড় বিশ্বে প্রথম ২৫ জনের মধ্যে এলেন।
- ২০১৯ সালে ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারে শ্রেষ্ঠ ফুটবলারের পুরস্কার পেলেন রহিম স্টার্লিং। তিনি ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার।