কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জানুয়ারি, ২০১৯

502
0
Current Affairs 29 Jan 2019

আন্তর্জাতিক

  • পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাদের রায় পর্যালোচনার পর আসিয়া বিবির সাজা মকুবের রায়ই বহাল রাখল। গত বছর অক্টোবর মাসে মৃত্যুদণ্ডের শাস্তি মকুব করে তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ‘তেহরিক ই লাবাইক’-এর নেতৃত্বে কট্টরবাদী সংগঠনগুলি আসিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে রায় পর্যালোচনার আবেদন জানিয়েছিল। মুক্ত আসিয়া বিবি তখন থেকেই অবশ্য গোপন স্থানে রয়েছেন।
  • আগামী ২৬ ফেব্রুয়ারি ‘চাবাহার দিবস’ পালন করা হবে জানাল ইরান। প্রসঙ্গত ২৬টি দেশের পণ্য যাতাযাত করতে পারবে চাবাহার বন্দর থেকে। বন্দর নির্মাণে অংশীদারি রয়েছে ভারতের।
  • ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পেট্রোলেয়স দ্যো ভেনেজুয়েলা-র তেল রপ্তানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। সংস্থার ৪১ শতাংশ তেলই যায় মার্কিন মুলুকে।
  • পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা বিচারক হলেন সুমন কুমারী।

জাতীয়

  • প্রয়াত হলেন জর্জ ফার্নান্ডেজ (৮৮)। তিনি প্রাক্তন রেল মন্ত্রী (১৯৮৯) ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী (১৯৯৮) হয়েছিলেন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন শ্রমিক নেতা।
  • ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন মাওবাদীর মৃত্যু হয়।

বিবিধ

  • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ভবনের রক্ষণাবেক্ষণের জন্য ১০ কোটি টাকা ‘করপাস ফান্ড’ দিল বাংলাদেশ সরকার।
  • হলদিয়া ও কলকাতা বন্দরে বছরে যথাক্রমে ৪.৫ কোটি ও ১.৭ কোটি টন পণ্য ওঠানো নামানো যায়। তা বাড়িয়ে ৬.৫ কোটি ও ২.৫ কোটি টন করার লক্ষ্য নেওয়া হচ্ছে বলে জানানো হল।

খেলা

  • মাউন্ট মাউনগানুইয়ে মেয়েদের ক্রিকেটে ভারত ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে। ২-০ ব্যবধান এগিয়ে সিরিজ জয় নিশ্চিত হল ভারতের।
  • অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফির ফাইনালে উঠল বাংলা। এদিন সেমিফাইনালে তারা হারাল বিদর্ভকে।
  • টি২০ বিশ্বকপের সূচি ঘোষিত হল। এবারই প্রথম ক্রিকেট ভক্তদের নিয়ে সূচি ঘোষিত হল। ভারতের পক্ষ থেকে ছিলেন শচীন ভক্ত সুধীর গৌতম।