কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন, ২০১৯

554
0
Current Affairs 29 June 2019

আন্তর্জাতিক

  • জাপানের ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলেনের অবসরে পার্শ্ব বৈঠকে বসলেন মার্কিন রাষ্ট্রপতি জোনাল্ড ট্রাম্প ও চিনের রাষ্ট্রপতি সি জিনপিং। দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধে আপাতত ইতি টানতে সম্মত হল দুই দেশে। মূল সম্মেলনে এদিন জলবায়ু পরিবর্তনের বাস্তবতা মেনে নিয়ে পরিবেশ বান্ধব পদ্ধতিতে উতপাদনে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
  • হায়া বিন্ত আল হুসেনকে দুবাইতে ফেরানোর প্রস্তাব খারিজ করল জার্মানি। অক্সফোর্ডের প্রাক্তনী হায়া জর্ডনের রাজা আবদুল্লার সত বোন। তিনি সংযুক্ত  আরব আমিরশাহির উপরাষ্ট্রপতিতথা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রসিদ মাকতুমের ষষ্ঠ ও প্রাক্তন স্ত্রী। হায়া দুই সন্তান ও ৩.১ কোটি পাউন্ড সঙ্গে নিয়ে দেশ ছেডেড়ছেন বলে মনে করা হচ্ছে।

জাতীয়

  • মহারাষ্ট্রের পুণেতে একটি আবাসনের পাঁচিল ভেঙে পড়ল পাশের বস্তিতে। এই ঘটনায় ১৫ জনের মৃত্যু হল মৃতেরা প্রত্যেকেই নির্মাণ শ্রমিক।
  • সন্তোষ রানা (৭৭) প্রয়াত হলেন। পশ্চিমবঙ্গের গোপীবল্লভপুর এর ডেবরায় রক্তক্ষয়ী কৃষক অভ্যুত্থানের নেতা ছিলেন তিনি। রা্জ্যর অন্যতম শীর্ষ এই নকশাল নেতা সিপিআইএমএল-এর প্রথম বিধায়ক (১৯৭৭) হয়েছিলেন।

বিবিধ

  • রেকর্ড গড়ল ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার।গত ২১ জুন শেষ হওয়া সপ্তাহে তা ৪২১.৫ কোটি ডলার বৃদ্ধি পেয়ে হয়েছে ৪২৬১৪.কোটি ডলার। ২০১৮ সালের ১৩ এপ্রিল শেষ হওয়া সপ্তাহের সঞ্চয় ৪২৬০২.৮ কোটি ডলার এতদিন ছিল রেকর্ড। এদিন আরবিআই এই তথ্য জানাল।
  • পালিত হল জাতীয় পরিসংখ্যান দিবস। এদিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর পুরস্কৃত করল পরিসংখ্যানবিদ প্রভুশংকর ধরকে।

খেলা

  • বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ৮৬ রানে নিউজিল্যান্ডকে হারাল। প্রথমে ব্যাট করে ২৪৩ রান করেছিল অস্ট্রেলিয়া। এদিন হ্যাট্রিক করলেন নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট। তিনি নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাট্রিক করলেন। বিশ্বকাপে এটি একাদশ হ্যাট্রিক।অন্য ম্যাচে পাকিস্তান ৩ উইকেটে হারাল আফগানিস্তানকে। প্রথমে ব্যাট করে ২২৭ রান করেছিল আফগানরা।
  • কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ২-০ গোলে ভেনেজুয়েলাকে হারাল। সেমি ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।
  • মেয়েদেরে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আয়োজক ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র । জোড়া গোল করলেন মেগান রাপিনো।