কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০১৯

784
0
29th July Current Affairs

আন্তর্জাতিক

  • পাকিস্তানের শিয়ালকোটে সর্দার তেজা সিংয়ের তৈরি শাওয়ানা তেজা সিং মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুলে দিল পাক প্রশাসন। গত ৭২ বছর ধরে মন্দিরটি বন্ধ ছিল।
  • উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে ট্যাঙ্কার বিনিময়ের প্রস্তাব খারিজ করে দিলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডমিনিক রাব। গত ৪ জুলাই তারা ইরানের তেলের ট্যাঙ্কার ‘গ্রেস ১’ আটক করেছিল। ২০ জুলাই ইরান আটক করেছে ব্রিটিশ ট্যাঙ্কার ‘স্টেনা ইম্পোরো’। ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি ট্যাঙ্কার বিনিময়ের প্রস্তাব দিয়েছিলেন।
  • নির্বাচনী প্রচার শুরু হতেই সন্ত্রাসবাদী হামলা বৃদ্ধি পেল আফগানিস্তানে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী আমিরুল্লাই সালের দপ্তরের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হল।

জাতীয়

  • কর্নাটক বিধানসভায় আস্থাভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। পদত্যাগ করলেন বিধানসভার অধ্যক্ষ কে আর রমেশ কুমার। তিনি ১৭ জন দলত্যাগী বিধায়কের সদস্যপদ খারিজ করেছিলেন।
  • অত্যাধুনিক আর ২৭ ক্ষেপণাস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করল ভারত। চুক্তির অঙ্ক ১৫০০ কোটি টাকা। সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এই ক্ষেপণাস্ত্র।
  • উন্নাওয়ে পথ দুর্ঘটনায় নির্যাতিতার গুরুতর জখম হওয়া ও তাঁর দুই আত্মীয়ার মৃত্যুর ঘটনায় বিধায়ক কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। নির্যাতিতার বাবার মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতে। পুলিশের নিরাপত্তারক্ষীরাই বিধায়ককে খবর দিতেন বলে অভিযোগ উঠেছে।

বিবিধ

  • আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে ২০১৮ সালে করা ব্যাঘ্র সুনামির পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের বাঘ্রপ্রকল্প সংরক্ষণ বিভাগ। তারা জানিয়েছে বর্তমানে ভারতের বাঘের সংখ্যা ২৯৬৭। ২০১৪ সালে তা ছিল ২২২৬। ২০০৬ সালে বাঘের সংখ্যা কমে হয়েছিল ১৪১১। এদিন রিপোর্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫-১৮ সালের মধ্যে দেশে ৭৩টি বাঘের প্রাণ গেছে চোরাশিকারিদের হাতে। সব মিলিয়ে ওই সময়ে ৪২৩টি বাঘের মৃত্যু হয়েছে। গত ৪ বছরে সুন্দরবনে ১২টি বাঘ বেড়ে বাঘের সংখ্যা হয়েছে ৮৮। মধ্যপ্রদেশ, কর্নাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে মোট বাঘের সংখ্যা যথাক্রমে ৫২৬, ৫২৪, ৪৪২, ৩১২ ও ২৬৪। দেশে ৪ বছরে বাঘের সংখ্যা ৩৩ শতাংশ বেড়েছে বলে দাবি করা হল ওই রিপোর্টে।

খেলা

  • টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘোষণা করল আইসিসি। ২০১৯ সালের ১ আগস্ট থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত ৯টি দেশ ২৭টি সিরিজে ৭১টি টেস্ট খেলবে। প্রতি সিরিজে ১২০ পয়েন্ট থাকবে এবং দলগুলি ৬টি করে সিরিজ খেলবে। সর্বাধিক পয়েন্ট পাওয়া দুটি দল লর্ডসে বিশ্বসেরার খেতাবি টেস্ট খেলবে।
  • বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি২০তে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিজে পেরি।
  • মোহনবাগান দিবস-এ ‘মোহনবাগান রত্ন’ সম্মান পেলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়।
  • ইউএস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ১৬ বছরের রেকর্ড ভাঙলেন ডালিয়া মহম্মদ (৫২.২০ সেকেন্ড)।
  • অনলাইন ভিডিয়ো গেম ফোর্টনাইটস-এর প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন মার্কিন কিশোর কাইল গিয়ের্সডর্ফ।