আন্তর্জাতিক
- বাংলাদেশে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবে যাওয়ায় অন্তত ৩৩ জনের মৃত্যু হল৷ এখনও নিখোঁজ আরও ৬০-৭০ জন যাত্রী৷ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরহাটে নিত্য যাতায়াত করত লঞ্চটি৷ এদিন ময়ূর ২ নামে অন্য একটি বড় লকের ধাক্কায় সেটি ডুবে যায়৷ ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড৷
- জঙ্গি হামলার ঘটনা ঘটল পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে৷ সেখানে জঙ্গিদের গুলিতে ৪ জন নিরাপত্তা রক্ষীসহ ৭ জনের মৃত্যু হল৷ সিন্ধ পুলিশ ও পাক রেঞ্জার্স বাহিনী অবশ্য দ্রুত ৪ জঙ্গিকেই হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বালুচিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন বালোচ লিবারেশন আর্মির শাখা মজিদ ব্রিগেড এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে৷ ঘটনাটির জজন্য ভারতকে দোষী করেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি৷
- বিশ্বে ১০৩৪৩৫৪০ জন করোনায় আক্রান্ত হলেন৷ সুস্থ হয়ে উঠেছেন ৫৬৬১০৯৪১ জন৷ ৫০৬২৫৫৬ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷
জাতীয়
- ভারত মহাসাগরের কোন অজ্ঞাত স্থানে যৌথ নৌ মহরা চালাল ভারত ও জাপান৷ ভারতীয় নৌ বাহিনীর দুটি যুদ্ধ জাহাজ আইএনএস রানা এবং আইএনএস কুলুশ এবং জাপানের জে এস কামিসা ও জে এস শিমারুকি এই মহড়ায় যোগ দেয়৷ প্রসঙ্গত, ভারত মহাসাগরে চিনা আধিপত্যের অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব জাপান এবং ভারত দুটি দেশই৷ এদিকে ২৭ জুলাই ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমান ভারতে পৌঁছবে বলে জানা গেল৷ ইজরায়েলও ইনসার্ভিস এয়ার ডিফেন্স সিস্টেম আগেভাগে পাঠানোর সিদ্ধান্ত জনাল৷ অন্যদিকে লাদাখের চুন্ডুল সীমান্তে এদিনও ভারত ও চিন সেনার কমান্ডার স্তরে বৈঠক হয়েছে৷
- দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৪৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন৷ মোট আক্রান্ত হয়েছেন ৫৪৮৩১৮ জন৷ মোট প্রাণহানির সংখ্যা ১৬৪৭৫৷ সুস্থতার হাার ৫৮.৬৭ শতাংশ৷
বিবিধ
- টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, উই চ্যাট, ক্যামস্ক্যানার সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার৷
- মৃত তিমির দেহ ভেসে এল মন্দারমণি উপকূলে৷ এটি লম্বায় প্ররায় ৪৫ ফুট, প্রস্থে ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৬ টন৷
খেলা
- বিশ্বের কনিষ্ঠতম আম্পায়ার হিসাবে আইসিসি এলিট প্যানেলে ঠাঁই পেলেন ভারতের নীতিন মেনন৷ ইংল্যান্ডের নাইজেল লং-এর স্থলাভিষিক্ত হলেন তিনি৷ নীতিনের বয়স ৩৬ বছর৷ তৃতীয় ভারতীয় হিসাবে এই প্যানেলে নাম উঠল তাঁর৷
- দিল্লির প্রাক্তন ক্রিকেটার সঞ্চয় দোবাল (৫৩) কোভিড ১৯- এ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন৷
- বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিয়ে মার্সিডিজ ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় রুপোলির বদলে গাড়ির রঙ কালো করার সিদ্ধান্ত জানাল৷