কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ডিসেম্বর, ২০১৮

451
0
Norman Gimbel attends the Fulfillment Fund's 4th Annual "The Songs Of Our Lives" Benefit Concert at Wadsworth Theater on June 13, 2011 in Los Angeles, California. (Photo by Jonathan Leibson/FilmMagic)

আন্তর্জাতিক

  • মিশরের গিজা ও উত্তর সিনাইয়ের ঘাঁটিগুলিতে অভিযান চালাল মিশরের নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ৪০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেল। এর আগে গিজায় গত ২৮ ডিসেম্বর জঙ্গিদের পাতা বোমায় ভিয়েতনামের ৩ জন পর্যটক ও স্থানীয় এক পথপ্রদর্শকের মৃত্যু হয়েছিল।
  • ভূমিকম্প অনুভূত হল ফিলিপিন্সে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯।
  • থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলার, কোচের উদ্ধার কার্যে যুক্ত ৪ জন ডুবুরিকে ‘মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দি ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দিল ব্রিটিশ সরকার। ফিলিপ পুলম্যানকেও সম্মানিত করা হল।

 

জাতীয়

  • উত্তরপ্রদেশে একদল বিক্ষোভকারীর ছোড়া পাথরে মৃত্যু হল সুরেশ ভাট নামের একজন পুশিকর্মীর।
  • পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী ব্রিটেনে রয়েছেন বলে জানিয়েছিল ব্রিটিশ সরকার। তাঁকে ভারতে প্রত্যর্পণের জন্য ‘ন্যশনাল সেন্ট্রাল ব্যুরো অব ম্যাঞ্চেস্টার’-এর কাছে চিঠি পাঠাল ইডি এবং সিবিআই।

 

বিবিধ

  • হলিউডের অস্কারজয়ী গীতিকার নর্ম্যান গিম্বেল (৯১) প্রয়াত হয়েছেন বলে জানা গেল। তাঁর লেখা গান ‘দ্য গার্ল ফ্রম ইপানেমা’ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল।
  • সাম্প্রতিক অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার আনাক ক্র্যাকাতোয়া আগ্নেয়গিরির উচ্চতা দুই তৃতীয়াংশ কমে গিয়েছে বলে জানালেন বিশেষজ্ঞরা।

 

খেলা

  • মেলবোর্ন টেস্টে ৮ উইকেটে ১০৬ রান করে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান করল। ঋষভ পন্থ এই সিরিজে ১৯টি ক্যাচ নিয়ে ভারতীয় উইকেট রক্ষকদের রেকর্ড স্পর্শ করলেন (নরেন তামানে ও সৈয়দ কিরমানির)।
  • ইংলন্ডের সর্বোচ্চ সম্মান ‘নাইটহুড’ উপাধি সে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অ্যালিস্টার কুক পাচ্ছেন বলে জানানো হল। ইয়ান বোথামের পর (২০০৭) ফের কোনো ক্রিকেটার এই সম্মান পাচ্ছেন।
  • ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা হল ৪৯। ২০১০ সালের পর এই প্রথম তিনি একটি ক্যালেন্ডার বর্ষে ৫০-এর কম গোল করলেন। ২০১৩ সালে তিনি ৬৯টি গোল করেছিলেন।
  • আই লিগে চেন্নাই সিটি ৬-১ গোলে হারাল শিলং লাজংকে। হ্যাট্রিক করলেন পেড্রো মানজি।