কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-31 | 12:41h
update
2018-12-31 | 12:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Norman Gimbel attends the Fulfillment Fund's 4th Annual "The Songs Of Our Lives" Benefit Concert at Wadsworth Theater on June 13, 2011 in Los Angeles, California. (Photo by Jonathan Leibson/FilmMagic)

আন্তর্জাতিক

  • মিশরের গিজা ও উত্তর সিনাইয়ের ঘাঁটিগুলিতে অভিযান চালাল মিশরের নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ৪০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেল। এর আগে গিজায় গত ২৮ ডিসেম্বর জঙ্গিদের পাতা বোমায় ভিয়েতনামের ৩ জন পর্যটক ও স্থানীয় এক পথপ্রদর্শকের মৃত্যু হয়েছিল।
  • ভূমিকম্প অনুভূত হল ফিলিপিন্সে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯।
  • থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলার, কোচের উদ্ধার কার্যে যুক্ত ৪ জন ডুবুরিকে ‘মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দি ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দিল ব্রিটিশ সরকার। ফিলিপ পুলম্যানকেও সম্মানিত করা হল।
Advertisement

 

জাতীয়

  • উত্তরপ্রদেশে একদল বিক্ষোভকারীর ছোড়া পাথরে মৃত্যু হল সুরেশ ভাট নামের একজন পুশিকর্মীর।
  • পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী ব্রিটেনে রয়েছেন বলে জানিয়েছিল ব্রিটিশ সরকার। তাঁকে ভারতে প্রত্যর্পণের জন্য ‘ন্যশনাল সেন্ট্রাল ব্যুরো অব ম্যাঞ্চেস্টার’-এর কাছে চিঠি পাঠাল ইডি এবং সিবিআই।

 

বিবিধ

  • হলিউডের অস্কারজয়ী গীতিকার নর্ম্যান গিম্বেল (৯১) প্রয়াত হয়েছেন বলে জানা গেল। তাঁর লেখা গান ‘দ্য গার্ল ফ্রম ইপানেমা’ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল।
  • সাম্প্রতিক অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার আনাক ক্র্যাকাতোয়া আগ্নেয়গিরির উচ্চতা দুই তৃতীয়াংশ কমে গিয়েছে বলে জানালেন বিশেষজ্ঞরা।

 

খেলা

  • মেলবোর্ন টেস্টে ৮ উইকেটে ১০৬ রান করে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান করল। ঋষভ পন্থ এই সিরিজে ১৯টি ক্যাচ নিয়ে ভারতীয় উইকেট রক্ষকদের রেকর্ড স্পর্শ করলেন (নরেন তামানে ও সৈয়দ কিরমানির)।
  • ইংলন্ডের সর্বোচ্চ সম্মান ‘নাইটহুড’ উপাধি সে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অ্যালিস্টার কুক পাচ্ছেন বলে জানানো হল। ইয়ান বোথামের পর (২০০৭) ফের কোনো ক্রিকেটার এই সম্মান পাচ্ছেন।
  • ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা হল ৪৯। ২০১০ সালের পর এই প্রথম তিনি একটি ক্যালেন্ডার বর্ষে ৫০-এর কম গোল করলেন। ২০১৩ সালে তিনি ৬৯টি গোল করেছিলেন।
  • আই লিগে চেন্নাই সিটি ৬-১ গোলে হারাল শিলং লাজংকে। হ্যাট্রিক করলেন পেড্রো মানজি।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 20:05:43
Privacy-Data & cookie usage: