কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ডিসেম্বর ২০১৯

559
0

আন্তর্জাতিক

  • সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গাড়িবোমা বিস্ফোরণের দায় স্বীকার করল আল শাবাব। ওই হামলায় ৯০ জনের প্রাণহানি হয়েছে। ওই জঙ্গিগোষ্ঠী ২০১৯ সালে ২০টি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেল।
  • নিউইয়র্কে আাক্রান্ত হলেন ইহুদিরা। ইহুদিদের একটি উৎসব চলাকালীন সেখানে অস্ত্র হাতে হামলা চলিয়ে ৫ জনকে জখম করল এক আততায়ী। এক সপ্তাহের মধ্যে নিউ ইয়র্কে ইহুদিবিদ্বেষী আটটি ঘটনা ঘটেছে বলে জানালেন সেখানকার মেয়র বিল ডে ব্লাসিয়ো। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এই হামলাকে ‘ঘরোয়া  সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।

 

জাতীয়

  • ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত সোরেন। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের নেতা শিবু সোরেনের পুত্র। শিবু সোরেন ৩ বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন। হেমন্ত সোরেন দ্বিতীয়বার ওই পদে বসলেন। ২০১৩ সালের ১৩ জুলাই রাজ্যের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসাবে ওই পদে প্রথমবার বসেছিলেন তিনি। সেবার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ছিল ৫৩২ দিন।
  • গত এক বছরে ৩০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিক তাঁদের দেশে ফেরত গেছেন। ভারতে অনুপ্রবেশের জন্য তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। বিএসএফ-এর সঙ্গে বৈঠকের পর বর্ডার গার্ডস বাংলাদেশ-এর ডিজি সাফিনুল ইসলাম এ কথা জানিয়েছেন।
  • আধা-সামরিক বাহিনীর সদস্যরা বছরে ১০০ দিন করে ছুটি পাবেন। এতদিন তা ছিল ৯০ দিন। এদিন এই সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার।

 

বিবিধ

  • অর্থের বিনিময়ে রেটিং বিক্রি করছে কোনো কোনো মূল্যায়ন সংস্থা। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম আর্থিক স্থিতিশীলতা রিপোর্টে এই প্রবণতার কথা উল্লেখ করা হয়েছে। এই প্রবণতাকে ‘রেটিং শপিং’ বলে মন্তব্য করা হয়েছে। ২০১৬ সাল থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে। এ জন্য ইক্রা কেয়ার এবং ইন্ডিয়া রেটিং সংস্থাকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

 

খেলা

  • নিউ জিল্যান্ডকে ২৪৭ রানে হরিয়ে বক্সিং ডে টেস্ট জয়ী হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্টে ১০৭ রানে হারাল ইংল্যান্ডকে। তারা ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল।
  • অস্ট্রেলিয়ার ক্রিকেটার পিটার সিডল (৩৫) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। ৬৭ টেস্টে তাঁর সংগ্রহ ২২১ উইকেট।
  • কেরলে পেরিনদেলমাল্লায় ফুটবল ম্যাচ চলার সময়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাধাকৃষ্ণন নটরাজন (৩৯)। অতীতে তিনি কলকাতার তিন প্রধানের হয়েও খেলেছেন। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন তিনি। কলকাতার মহমেডান স্পোর্টিং তাঁর অধিনায়কত্বে ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ড জিতেছিল।
  • জামশেদপুরে আয়োজিত গলফ ট্যুর চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন ভারতের উদয়ন মানে। এটি তাঁর অষ্টম খেতাব। পিজিটি-আইয়ে সর্বোচ্চ স্কোর (২৬ আন্ডার ২৬২) করলেন উদয়ন।