কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ডিসেম্বর ২০১৭

schedule
2017-12-30 | 09:53h
update
2017-12-30 | 09:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • মুম্বাইয়ের একটি বহুতলে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হল। কমলা মিলস কম্পাউন্ডের ওই বহুতলে টাইমস নাউ, জুম টিভি, রেডিও মির্চি প্রভৃতি বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। অগ্নিদগ্ধ ১৬ জনকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • আগামী ১০ জানুয়ারি একসঙ্গে ৩১টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা আছে বলে জানাল ইসরো।
  • এক মহিলা কনস্টেবলকে চড় মারলেন হিমাচল প্রদেশের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশা কুমারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ভাইঝি তিনি। ওই কনস্টেবল তাঁকে পাল্টা চড় মারেন। পরে ক্ষমা চেয়েছেন আশা কুমারী।
  • জাতীয় মেডিক্যাল কমিশন বিল পাশ হল লোকসভায়।

আন্তর্জাতিক

  • মিশরে দক্ষিণ কায়রোর মার মিনা গির্জায় দুই জঙ্গির গুলিবর্ষণে মৃত্যু হল ৯ জনের।
  • হিজাব না পরলেও চলবে ইরানের মহিলাদের। এই মর্মে নতুন আইন হল ওই দেশে। গত ৪০ বছর ধরে যে আইন চালু ছিল তাতে হিজাব না পরলে গ্রেফতার করা হত ইরানের মহিলাদের।
  • রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন কেসেনিয়া সোবচাক। তিনি মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তাঁর বাবা আনাতোলি সোবচাক ছিলেন সেন্ট পিটার্সবার্গের মেয়র।
  • লাইবেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জর্জ উইয়া (৫১)। ৯৮.১ শতাংশ ভোট পড়েছিল এই নির্বাচনে। সেখানে উইরা পেলেন ৬১.৫ শতাংশ ভোট। লাইবেরিয়ার প্রমথ মহিলা রাষ্ট্রপতি এলেন জনসন স্যারলিফের স্থলাভিষিক্ত হবেন তিনি। জর্জ উইয়া প্রথম জীবনে ছিলেন ফুটবলার। তিনি আফ্রিকার একমাত্র ব্যালন ডি’অর জয়ী। ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ২ বার। মোনাকো, প্যারিস সাঁ জা-তে খেলেছেন।
  • নিউইয়র্কের একটি বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১২ জনের। দমকলের ১৬০টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকাতদের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় কিশোরের। শিকাগোয় নিহত ওই কিশোরের নাম আর্শাদ ভোরা।
Advertisement

খেলা

  • ইন্দোরে শুরু হল রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭১ রান করল দিল্লি। শতরান (অপরাজিত ১২৩) করলেন ধ্রুব শোরে। এই খেলায় দিল্লির প্রতিপক্ষ প্রথমবার রঞ্জি ফাইনাল খেলতে নামা বিদর্ভ। টসে জিতেছিল বিদর্ভ।
  • মেলবোর্ন টেস্টে বল বিকৃতির অভিযোগ উঠল ইংল্যাণ্ডের বোলার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে।
  • ৫০ মিটার পিস্তলে রেকর্ড স্কোর (২৩৩) গড়ে জাতীয় চ্যাম্পিয়ন হলেন জিতু রাই।

বিবিধ

  • ভিআইপিদের নিরাপত্তার জন্য আগামী দিনে সিআইএসএফ দায়িত্ব নেবে বলে ওই বাহিনীর ডিরেক্টর জেনারেল ও পি সিং জানালেন।
  • ভারতীয় বায়ুসেনার মিগ ২৭ যুদ্ধবিমানকে বিদায় জানানো হল। এদিন হাসিমারা বিমানঘাঁটি থেকে শেষবারের মতো আকাশে উড়ল মিগ ২৭। তবে আপগ্রেডেড মিগ ২৭ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন থাকছে বাহিনীতে।
  • বছরের শেষ কাজের দিনে টাকার দাম ২১ পয়সা বেড়ে হল ৬৩.৮৭ টাকা প্রতি ডলার। ২০১৭ সালে ডলারের সাপেক্ষে টাকার দাম বেড়েছে ৪০৫ পয়সা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 19:10:39
Privacy-Data & cookie usage: