কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ নভেম্বর, ২০১৮

907
0
Current Affairs 29 Nov 2018

আ্ন্তর্জাতিক

  • পাকিস্তানের পেশোয়ারে অভিনেতা ঋষি কাপুরের অনুরোধে তাঁদের পৈতৃক বাড়িটিকে সংগ্রহশালা হিসাবে গড়ে তোলা হবে বলে জানালেন পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি।
  • বুয়েনস আয়ারসে জি ২০ শীর্ষ সম্মেলনের অবসরে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী জানুয়ারি মাসে যে বৈঠক হবার কথা ছিল তা বাতিল করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ডা ট্রাম্প। ইউক্রেনের তিনটি জাহাজ রুশ উপকূলরক্ষীরা দখল করে নেওয়ায় এক তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।

জাতীয়

  • ৩১টি কৃত্রিম উপগ্রহ নিয়ে শ্রীহরিকোটা থেকে মহাকাশে যাত্রা করল ইসরোর পিএসএলভি-সি ৪৩ রকেট। এর মধ্যে ৩০টি কৃত্রিম উপগ্রহ বিদেশের।
  • স্টেশন, প্ল্যাটফর্ম, ট্রেনে মোবাইল ফোন বা ছোট ক্যামেরায় অবাণিজ্যিক উদ্দেশ্যে ছবি তোলায় আর বাধা থাকছে না বলে জানাল রেল বোর্ড। এতদিন বিনা অনুমতিতে ছবি তোলা ছিল শাস্তিযোগ্য অপরাধ।
  • মহারাষ্ট্রে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মারাঠাদের জন্য ১৬ শতাংশ সংরক্ষণের প্রস্তাব অনুমোদিত হল সেরাজ্যের বিধানসভায়। এর ফলে ওই রাজ্যে সংরক্ষণের আওতায় এল ৬৮ শতাংশ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা আছে যে ৫০ শতাংশের বেশি সংরক্ষণ করা যাবে না।

বিবিধ

  • ডলারের সাপেক্ষে টাকার দাম বাড়ল ৭৭ পয়সা। এদিন তা হল ৬৯.৮৫ টাকা প্রতি ডলার।
  • ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রক্রিয়াকে ‘নির্মম’ বলে মন্তব্য করলন দেশের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়ন। তাঁর প্রকাশিতব্য বই ‘অব কাউন্সেল: দ্য চ্যালেঞ্জেস অব মোদী-জেটলি’ গ্রন্থে এই মন্তব্য আছে বলে জানা গেল।

খেলা

  • ভুবনেশ্বরে হকি বিশ্বকাপে আর্জেন্টিনা ৪-৩ গোলে হারাল স্পেনকে। আর্জেন্টিনা অলিম্পিক চ্যাম্পিয়ন দল। এদিন নিউজিল্যান্ড ২-১ গোলে হারাল ফ্রান্সকে।