কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ফেব্রুয়ারি ২০২০

571
0

আন্তর্জাতিক

  • মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিইদ্দিন ইয়াসিন। তিনি ছিলেন মালয়েশিয়ার প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী। মহাথির মহম্মদ ইস্তফা দেওয়ার পর দেশের রাজা সুলতান আবদুল্লা দেশের সমস্ত সাংসদদের সাক্ষাৎকার নিয়ে শেষ পর্যন্ত মুহিইদ্দিনকে ওই পদের জন্য মনোনীত করলেন।
  • করোনা ভাইরাস বা কোভিড ১৯ ভাইরাসের মহামারী নিয়ে গোটা বিশ্বে সর্বোচ্চ সংকটের সতর্কবার্তা জারি করল বিশ্বস্বাস্থ্য সংস্থা। চিনে এই সংক্রমণে ২৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সিঙ্গাপুরের একটি সংবাদ সংস্থা দাবি করেছে, উত্তর কোরিয়ায় একজন আক্রান্তকে সেখানকার রাষ্ট্রপতি কিম জং উনের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে জাপানের চেরিব্লসম উৎসব বাতিল করা হল। বাতিল হল জেনিভা মোটর শো।
  • দোহায় মার্কিন তালিবান শান্তিচুক্তি সই হল। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়োর উপস্থিতিতে তালিবানদের রাজনৈতিক প্রধান মোল্লা আবদুল ঘানি বরাদর এবং এই প্রক্রিয়ার মধ্যস্থতাকারী জালমায় খালিজাদ চুক্তিতে সই করলেন।

জাতীয়

  • মেঘালয়ে খাসি–অখাসিদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। শিলং ও সেলা জেলায় কারফিউ মোতায়েন করা হল। সংঘর্ষের কারণ সিএএ বিতর্ক।
  • দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরের বদলির জন্য নির্দেশ জারি করা হয়েছিল মধ্যরাতে। এ বিষয়ে সরকারের আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি কে জি বালকৃষ্ণন।

বিবিধ

  • বিনামূল্যে গণপরিবহন ব্যবস্থা চালু হল লুক্সেমবুর্গে। যানজট কমানোর লক্ষ্যে সমগ্র লুক্সেমবুর্গে এই ব্যবস্থা চালু করল সেখানকার প্রশাসন।
  • গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ তাম্রমূর্তির আবরণ উন্মোচন করা হল কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডে। এর আবরণ উন্মোচন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা প্রয়াত গীতিকারের ভাগ্নে পার্থ চট্টোপাধ্যায়।

খেলা

  • মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কাকে। পরপর ৪ ম্যাচে জিতল ভারত। অন্য ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারাল নিউ জিল্যান্ড।
  • ক্রাইস্ট চার্চে টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ২৪২ রানে। জবাবে নিউ জিল্যান্ড বিনা উইকেটে ৬৩ রান করল। ৫ উইকেট নিলেন কাইল জেমিশন।
  • আই লিগে ইস্টবেঙ্গল-চার্চিল ব্রাদার্স ম্যাচ ১-১ গোলে ড্র হল।
  • দুবাই ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ।