কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মার্চ ২০১৮

676
0
current-affairs-29032018-picture

জাতীয়

  • টোকিওয় ভারত-জাপান ৩ দিনের কৌশলগত আলোচনা শুরু হল। ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও জাপানের বিদেশ মন্ত্রী তারো কোনার নেতৃত্বে আলোচনা হবে।
  • কেরলের নবীন প্রজন্ম বিভিন্ন সরকারি নথিতে ধর্ম ও জাতিগত পরিচয় সংক্রান্ত তথ্য অধিকাংশ ক্ষেত্রেই অপূর্ণ রাখছে এবং নিজেদের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিরুবনন্তপুরম বিধানসভায় একথা জানালেন কেরলের শিক্ষামন্ত্রী।
  • অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জি স্যাট ৬এ কৃত্রিম উপগ্রহ জিএসএলভি-এফ ০৮ রকেটের সাহায্যে সফলভাবে উৎক্ষেপণ করা হল। এটি নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করা গেছে বলে ইসরো সূত্রে জানানো হয়েছে।
  • ৬ দিনের অনশন ভঙ্গ আন্না হাজারের। লোকপাল নিয়োগ নিয়ে এই আন্দোলন তিনি শুরু করেছিলেন নয়াদিল্লিতে। কেন্দ্রীয় সরকার দাবি মানার প্রতিশ্রুতি দিলে তিনি অনশন ভঙ্গ করলেন।

আন্তর্জাতিক

  • মিশরের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আলসিসি। তিনি ৯২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জানা গেল। মহম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করে ২০১৩ সালে তিনি ক্ষমতায় এসেছিলেন।
  • দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। ২০১২ সালে জঙ্গিদের হাতে আক্রান্ত হওয়ার পর থেকে ব্রিটেনেই ছিলেন তিনি। এদিন তিনি দেখা করলেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির সঙ্গে। নিরাপত্তার কারণে সোয়াট উপত্যকায় নিজের বাড়িতে ফেরা হবে না মালালার। ইসলামাবাদের হোটেলে পরিবারের সঙ্গে কয়েকদিন কাটিয়ে তিনি ফি্রে যাবেন ব্রিটেনেই।
  • ভেনেজুয়েলায় অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৬৮ জন বিচারাধীন বন্দির। ভ্যালেন্সিয়া শহরের থানার লকআপে বন্দিদের নিজেদের মধ্যে সংঘর্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে পুলিশ জানাল।
  • উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে বৈঠক হল দুদেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে। ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের পর এটি দুদেশের মধ্যে তৃতীয় বৈঠক। এর আগে ২০০০ এবং ২০০৭ সালে বৈঠক হয়েছিল দুই কোরিয়ার।
  • আমেরিকা ও ন্যাটো দেশগুলির পাল্টা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ জন কূটনীতিককে রাশিয়া ছেড়ে দেশে ফিরে যেতে নির্দেশ দিল রুশ প্রশাসন।

খেলা

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল পরিচালনার জন্য ৯৯ জন রেফারি, সহকারী রেফারির নাম ঘোষণা করল ফিফা। তবে এর মধ্যে কোনো ইংরেজ রেফারির নাম নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এরকম ঘটতে চলেছে।
  • বল বিকৃতি বিতর্কে ইস্তফা দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোচ ডারেন লেম্যান। এদিন সিডনিতে সাংবাদিক সম্মেলনে গোটা ঘটনার জন্য ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ।

বিবিধ

  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল ভেনেজুয়েলা সরকার। সব ধরনের মুদ্রা, নোটের শেষ তিনটি শূন্য বাদ দেওয়ার সিদ্ধান্ত জানালেন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। অর্থাৎ সেখানকার মুদ্রা বলিভিয়ারের মূল্যহ্রাস করা হল ১০০০ গুণ।
  • কর ফাঁকি দিয়েছিলেন এমন ২৪ জন অভিযুক্তের নাম প্রকাশ করল আয়কর দপ্তর। সব মিলিয়ে ৪৯০ কোটি টাকা কর ফাঁকিতে অভিযুক্ত এই ২৪ জন।
  • ভীমারাও বাবাজি আমবেদকরের নাম ভীমরাও রামজি আমবেদকর হিসাবে উল্লেখ করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার।
  • রোজভ্যালি সংস্থার ২৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এই নিয়ে ওই সংস্থার ৪২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।