জাতীয়
- বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে এক সন্ধ্যার ঝড় ও বজ্রপাতে ৪৭ জনের মৃত্যু হল।
- মুদ্রা যোজনায় ৩ বছরে ১২ কোটি মানুষকে ৬ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- নির্দিষ্ট সময়ের ৩ দিন আগেই কেরলে বর্ষা প্রবেশ করল।
- তুতিকোরিনে স্টারলাইট সংস্থার সম্প্রসারণে প্রদত্ত জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানাল তামিলনাড়ু সরকার।
- দেশে জাতীয় নিরপত্তার সহকারী উপদেষ্টা নিযুক্ত হলেন পঙ্কজ সরণ। বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পদে কর্মরত তিনি।
- উত্তরবঙ্গের মংপুতে একটি বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আন্তর্জাতিক
- বেলজিয়াম লিয়েজ শহরে এক আততায়ীর গুলিতে মৃত্যু হল ২ পুলিশকর্মী সহ ৪ জনের। ২ পুলিশকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁদের বন্দুক ছিনতাই করেই হামলা চালায় সে। পরে পুলিশের গুলিতে তারও মৃত্যু হয়। পুলিশের দাবি, এটি সন্ত্রাসবাদী হামলা।
- দক্ষিণ আফ্রিকার ডারবানে গাড়ি ছিনতাইকারীদের গুলিতে মৃত্যু হল ৯ বছরের ভারতীয় বালিকা সাদিয়া সুখরাজের।
খেলা
- ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন আজগর স্ট্যানিকজাই। এদিন টেস্ট দল ঘোষণা করা হল।
- ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচেই গোল করলেন মারিও বালোতেল্লি। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনে প্রস্তুতি ম্যাচে ইতালি ২-১ গোলে জিতল সৌদি আরবের বিরুদ্ধে। প্রসঙ্গত, রোবার্তো মানসিনি ইতালির কোচ হওয়ার পরই বালোতেল্লিকে জাতীয় দলে ফেরালেন।
- ২০১৮-১৯ মুরসুমে মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক হিসাবে শিলটন পালের নাম প্রকাশ করা হল। ১৩ বছর ধরে সবুজ-মেরুন দলে খেলা শিলটন এই নিয়ে তৃতীয়বার অধিনায়ক হলেন। শতাব্দীপ্রাচীন ক্লাবটির ফুটবল দলের সবথেকে বেশিবার অধিনায়ক হয়েছিলেন গোষ্ঠপাল ও শৈলেন মান্না (৬ বার করে)। চুনী গোস্বামী ৫ বার অধিনায়কত্ব করেছিলেন।
বিবিধ
- টনি ফার্নান্ডেজের বিরুদ্ধে মামলা করল সিবিআই। এয়ার এশিয়া বিমান সংস্থার প্রতিষ্ঠাতা তথা কর্ণধার টনি (৫৪) মালয়েশিয়ার নাগরিক। টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে তিনি ২০১৪ সালে এয়ার এশিয়া শিথিল করতে তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই মামলা দায়ের করা হয়েছে আরও কয়েকজন সরকারি-বেসরকারি পদস্থ কর্মীর বিরুদ্ধেও।
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চিফ ফিনাশিয়াল অফিসার (সিএফও) নিযুক্ত হলেন এনডিএল-এর ভাইস প্রেসিডেন্ট সুধা বালকৃষ্ণন। এই প্রথম এই পদটি তৈরি হল। রঘুরাম রাজন গভর্নর থাকার সময় এই পদ তৈরির সুপারিশ করেছিলেন।