আন্তর্জাতিক
- বিশ্ব শরণার্থী ও উদ্বাস্তু দিবস উপলক্ষে ভ্যাটিক্যান সিটিতে একটি ভাস্কর্যের আবরণ উন্মোচন করলেন পোপ প্রথম ফ্রান্সিস। অবশিষ্ট দুনিয়ার ‘নিশ্চিন্ত থাকার সংস্কৃতি’র বিরুদ্ধে ক্ষোভ জানালেন তিনি। তাঁর আর্তি, ‘আমরা যেন কাঁদতে ভুলে না যাই।’
- সাধারণ যাত্রীবিমানে নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদ পৌঁছলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও তাঁর সঙ্গীরা। সৌদি যুবরাজের দেওয়া বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রী বিমানে ফেরেন তাঁরা।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে ফোন করে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভুল তথ্য দিয়ে সংসদ সাসপেন্ডের সুপারিশ করার জন্য তিনি ক্ষমা চাইলেন।
জাতীয়
- উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি গুরুতর চেহারা নিল। দুই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১১০। বিহারের রাজধানী পাটনার অবস্থা বেহাল হয়ে পড়ল।
- উগান্ডার কাম্পালায় ‘৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’-এ যোগ দিল ভারতের প্রতিনিধি দল। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
বিবিধ
- দেশের সর্বত্র পিঁয়াজ অগ্নিমূল্য। পরিস্থিতি সামলাতে পিঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের পিঁয়াজ মজুত করার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে যথাক্রমে ১০০ এবং ৫০০ কুইন্টাল বেঁধে দেওয়া হল। প্রসঙ্গত, কলকাতায় প্রতি কেজি পিঁয়াজের দর বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০-৭০ টাকা। ২০১০ সালে পিঁয়াজের চড়া দামের প্রেক্ষিতে রপ্তানি বন্ধ করা হয়েছিল। পরে দেখা যায় মজুতদারি ও কালোবাজারির জন্যই দাম বেড়েছিল পিঁয়াজের।
- ভারতে পেট্রোকেমিক্যাল ও খনি শিল্পে সৌদি আরবের ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত জানালেন ভারতে নিযুক্ত সৌদি আরবের দূত সৈয়দ বিন মহম্মদ আল সাতি।
খেলা
- অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারত চ্যাম্পিয়ন হল। এদিন কাঠমান্ডুতে তারা ফাইনালে ২-১ গোলে হারাল বাংলাদেশকে। ভারতের হয়ে গোলদুটি করেন বিক্রম সিং এবং রবি বাহাদুর রানা। ভারত এই প্রথম এই খেতাব জিতল। গত মাসে অনূর্ধ্ব ১৬ সাফ কাপেও ভারতই চ্যাম্পিয়ন হয়েছিল।
- হকিতে ভারত ৫-১ গোলে হারাল স্পেনকে।
- নেপাল আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে ভারতের মালবিকা বানসোর চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে তিনি হারালেন ভারতেরই গায়ত্রী গোপীচাঁদকে। গায়ত্রী পুলেল্লা গোপিচাঁদের কন্যা।
- কলকাতা লিগে পিয়ারলেস তাদের শেষ ম্যাচে ২-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ইস্টবেঙ্গল–কাস্টমস ম্যাচ হওয়ার পর খেতাব জয়ের বিষয়টি নিষ্পত্তি হবে। কালীঘাটকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেল মোহনবাগান। প্রথমত, লিগের ইতিহাসে একমাত্র ১৯৫৮ সালে তিন প্রধানের বাইরে কোনো দল (ইস্টার্ন রেল) লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই নজির ছুঁতে পারে পিয়ারলেস।