কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ সেপ্টেম্বর ২০১৯

schedule
2019-10-03 | 13:18h
update
2019-10-03 | 13:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বিশ্ব শরণার্থী ও উদ্বাস্তু দিবস উপলক্ষে ভ্যাটিক্যান সিটিতে একটি ভাস্কর্যের আবরণ উন্মোচন করলেন পোপ প্রথম ফ্রান্সিস। অবশিষ্ট দুনিয়ার ‘নিশ্চিন্ত থাকার সংস্কৃতি’র বিরুদ্ধে ক্ষোভ জানালেন তিনি। তাঁর আর্তি, ‘আমরা যেন কাঁদতে ভুলে না যাই।’
  • সাধারণ যাত্রীবিমানে নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদ পৌঁছলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও তাঁর  সঙ্গীরা। সৌদি যুবরাজের দেওয়া বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রী বিমানে ফেরেন তাঁরা।
  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে ফোন করে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভুল তথ্য দিয়ে সংসদ সাসপেন্ডের সুপারিশ করার জন্য তিনি ক্ষমা চাইলেন।
Advertisement

জাতীয়

  • উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি গুরুতর চেহারা নিল। দুই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১১০। বিহারের রাজধানী পাটনার অবস্থা বেহাল হয়ে পড়ল।
  • উগান্ডার কাম্পালায় ‘৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’-এ যোগ দিল ভারতের প্রতিনিধি দল। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

বিবিধ

  • দেশের সর্বত্র পিঁয়াজ অগ্নিমূল্য। পরিস্থিতি সামলাতে পিঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের পিঁয়াজ মজুত করার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে যথাক্রমে ১০০ এবং ৫০০ কুইন্টাল বেঁধে দেওয়া হল। প্রসঙ্গত, কলকাতায় প্রতি কেজি পিঁয়াজের দর বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০-৭০ টাকা। ২০১০ সালে পিঁয়াজের চড়া দামের প্রেক্ষিতে রপ্তানি বন্ধ করা হয়েছিল। পরে দেখা যায় মজুতদারি ও কালোবাজারির জন্যই দাম বেড়েছিল পিঁয়াজের।
  • ভারতে পেট্রোকেমিক্যাল ও খনি শিল্পে সৌদি আরবের ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত জানালেন ভারতে নিযুক্ত সৌদি আরবের দূত সৈয়দ বিন মহম্মদ আল সাতি।

খেলা

  • অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারত চ্যাম্পিয়ন হল। এদিন কাঠমান্ডুতে তারা ফাইনালে ২-১ গোলে হারাল বাংলাদেশকে। ভারতের হয়ে গোলদুটি করেন বিক্রম সিং এবং রবি বাহাদুর রানা। ভারত এই প্রথম এই খেতাব জিতল। গত মাসে অনূর্ধ্ব ১৬ সাফ কাপেও ভারতই চ্যাম্পিয়ন হয়েছিল।
  • হকিতে ভারত ৫-১ গোলে হারাল স্পেনকে।
  • নেপাল আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে ভারতের মালবিকা বানসোর চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে তিনি হারালেন ভারতেরই গায়ত্রী গোপীচাঁদকে। গায়ত্রী পুলেল্লা গোপিচাঁদের কন্যা।
  • কলকাতা লিগে পিয়ারলেস তাদের শেষ ম্যাচে ২-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ইস্টবেঙ্গল–কাস্টমস ম্যাচ হওয়ার পর খেতাব জয়ের বিষয়টি নিষ্পত্তি হবে। কালীঘাটকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেল মোহনবাগান। প্রথমত, লিগের ইতিহাসে একমাত্র ১৯৫৮ সালে তিন প্রধানের বাইরে কোনো দল (ইস্টার্ন রেল) লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই নজির ছুঁতে পারে পিয়ারলেস।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 21:12:16
Privacy-Data & cookie usage: