কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-10-01 | 11:59h
update
2018-10-01 | 11:59h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • লক্ষ্ণৌয়ের গোমতীনগরে পুলিশের গুলিতে মৃত্যু হল অ্যাপল সংস্থার এরিয়া ম্যানেজার বিবেক কুমারের (৩৮)। পুলিশের কথা শুনে গাড়ি না থামানোয় চলন্ত গাড়িতে গুলি চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। উত্তর প্রদেশ পুলিশের দুই কনস্টেবলকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
  • নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের ৭৩তম সাধারণ অধিবেশনে বক্তব্য পেশ করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি অভিযোগ করলেন, পাকিস্তান জঙ্গিদের প্রশংসা করে আর যারা জঙ্গিদের হাতে প্রাণ হারায় তাদের বিষয়ে চুপ থাকে।

আন্তর্জাতিক

  • ইন্দোনেশিয়ায় সুনামি এবং ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হল ৩৮৪। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালু ও ডঙ্গালা দ্বীপ। গুরুতর জখম অবস্থায় ৫৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালুতে সেনা পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য, জানালেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো।
  • ২০০৯ সালের মে মাসে চেন্নাইকে ঘাঁটি করে কলম্বোয় বিমান হানার পরিকল্পনা করেছিল এলটিটিই জঙ্গিরা। মন্ত্রিসভার সদস্যরা সভায় এই মন্তব্য করেছিলেন। এদিন রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক সাধারণ সভায় এই মন্তব্য করলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা।
  • গুগল-এর সিইও সুন্দর পিচাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন রাষ্ট্রপতির অন্যতম উপদেষ্টা ল্যারি কুডলের সঙ্গে বৈঠক করলেন।
Advertisement

খেলা

  • ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন ইংল্যান্ডেই করার দাবি জানানো হবে বলে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। সেখানে আয়ারল্যান্ডও তাদের সঙ্গে থাকবে বলে তিনি জানালেন। অন্যদিকে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে সম্মিলিতভাবে ওই প্রতিযোগিতা আয়োজনের দাবি জানাবে। ২০৩০ সালের বিশ্বকাপে ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
  • অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত ১৭১ রানে হারাল নেপালকে। শতরান করলেন জয়সওয়াল (১০৪)।
  • এশীয় স্নুকার ট্যুরে ব্রোঞ্জ জিতলেন ১৯ বারের বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণী।
  • দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ভারত ৩.৫-০.৫ পয়েন্টে হারাল আডবাণী।
  • শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাথলিট হিমা দাস।

বিবিধ

  • দেশেই মোবাইল ফোন নির্মাণে উৎসাহ দিতে মোবাইল ফোনের যন্ত্র তৈরির ৩৫টি উপাদানের ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। এতদিন এই সব যন্ত্র উপাদানে ৭.৫ থেকে ১০ শতাংশ শুল্ক দিতে হত।
  • আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম হল ৮২.৭৩ ডলার। কিছু রাজ্যে প্রতি লিটার ডিজেল ও পেট্রোলের দাম বেড়ে যথাক্রমে ৮০ ও ৯০ টাকার ঘরে পৌঁছল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 12:02:01
Privacy-Data & cookie usage: