কারেন্ট অ্যাফেয়ার্স ২ এপ্রিল ২০২০

617
0
Media Wales columnist and Former England and Glamorgan cricket Captain, Tony Lewis.

আন্তর্জাতিক

  • বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০ লক্ষ৷ কেবল এক সপ্তাহে এই সংখ্যাগুলি দ্বিগুণ হয়ে গেল৷ বিশ্বের ২০০টি দেশে আক্রান্ত হয়েছেন ১০,০৪,৭৯১ জন৷ প্রাণহানি হয়েছে ৫১,৫৭৮ জনের৷ ইতালির পরে স্পেনেও মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল৷ স্পেনে একদিনে ৯৫০ জনের মৃত্যু হল এদিন৷ চিনে আরও ৬ জনের মৃত্যু হওয়ায় এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৩১৮৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ লক্ষ অতিক্রম করল৷ শুধু নিউ ইয়র্কেই পরিস্থিতি চিনকে ছাড়িয়ে গেল৷
  • মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যামামলায় কট্টর আলকায়দা জঙ্গিকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান৷ ২০০২ সালে করাচি থেকে অপহরণের পর হত্যা করা হয়েছিল পার্লকে৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আহমেদ ওমর সইদ শেখকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানের নিম্ন আদালত৷ এদিন সিন্ধুপ্রদেশের হাইকোর্ট তার মৃত্যুদণ্ড খারিজ করল৷ অপহরণের দায়ে তাকে ৭ বছর কারাদণ্ড দিয়েছে ওই আদালত৷ ওমর অবশ্য ইতিমধ্যেই ১৮ বছর কারাদণ্ড ভোগ করেছে৷ একই মামলায় আরও ৩ জনকে মুক্তি দিল হাইকোর্ট৷

 

জাতীয়

  • দেশে ১৫ এপ্রিল থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিংপুরী৷ ১৫ এপ্রিল রেল চলাচল শুরু হবে বলে রেলের অনলাইন বুকিংও শুরু হয়েছে৷ দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইঙ্গিত দিলেন যে লকডাউন পর্ব শেষের পর দেশে ধাপেধাপে স্বাভাবিক অবস্থা ফেরানো হবে৷ যদিও দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে৷ ২,৩৫৮ জন এই সংক্রমণের শিকার৷ গত ৪ দিনে একহাজার জন নতুন করে সংক্রমিত হয়েছেন৷ দেশে এই সংক্রমণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭৩ জন৷
  • জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দার সংঞ্জা বদল করল কেন্দ্র৷ জম্মু ও কাশ্মীর পুর্নগঠন আইনের মাধ্যমে গত ৩১ মার্চ তা কার্যকর করা হয়েছে৷

 

বিবিধ

  • করোনা ভাইরাসের প্রভাবে ২০২০ সালে বিশ্বের জিডিপি সরাসরি ০.৯ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিল রাষ্ট্রসঙ্ঘের অর্থনীতি ও সমাজ বিষয়ক দপ্তর৷ প্রসঙ্গত, করোনার প্রভাবে শতাধিক দেশের সীমান্ত বন্ধ৷ স্তব্ধ আমদানি-রপ্তানিও৷

 

খেলা

  • ক্রিকেটে ডাকওয়ার্থ লুইস খ্যাত টনি লুইস ইংল্যান্ডে প্রয়াত হলেন বার্ধক্যজনিত কারণে৷ ডাকওয়ার্থ লুইস পদ্ধতির অন্যতম স্রষ্টা তিনি৷ সীমিত ওভারের ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতিতে খেলার নিষ্পত্তি ছিল একটি বিতর্কিত বিষয়৷ তখন গণিতের দুই গবেষক লুইস এবং ডাকওয়ার্থ এর একটি সরল সমাধান আবিষ্কার করেন৷ ১৯৯৯ সালে তাকে স্বীকৃতি জানায় আইসিসি৷