কারেন্ট অ্যাফেয়ার্স ২ জানুয়ারী, ২০১৯

711
0
Current Affairs 2 Jan 2018

আন্তর্জাতিক

  • চিনের সঙ্গে তাইওয়ানের শান্তিপূর্ণ সংযুক্তির প্রস্তাব দিলেন চিনের রাষ্ট্রপতি জি জিনফিং। ১৯৭৯ সালে চিন প্রথমবার যে সংযুক্তির প্রস্তাব দিয়েছিল তার ৪০ বছর পূর্তি উপলক্ষে টেলিভিশনে বক্তৃতা দিয়ে এই আর্জি জানালেন তিনি। তাইওয়ান স্বাধীনতা ঘোষণা না করলেও এই প্রস্তাবও মেনে নেয়নি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের শাট ডাউন দ্বিতীয় সপ্তাহে পড়ল। ফলে বেতনহীন ছুটি কাটাতে হচ্ছে ৮ লক্ষ মার্কিন সরকারি কর্মীকে।
  • ভুয়ো খবরের অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার করা হল এক জন সাংবাদিককে। খুলনা-১ সংসদীয় কেন্দ্রে ভোটারের তুলনায় বেশি ব্যালট জমার যে অভিযোগ তিনি করেছিলেন, তা অসত্য বলে অভিযোগ করেন অতিরিক্ত রিটার্নিং অফিসার।

জাতীয়

  • উত্তরপ্রদেশে উৎপাদন শুল্কের ওপর ০.৫ শতাংশ সেস বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পথে ঘুরে বেড়ানো গরুদের জন্য ছাউনি গড়তে ওই সেস বসানো হল। গো-কল্যাণে মান্ডিগুলির রোজগারের ২ শতাংশ দিতে হবে বলেও জানানো হল।
  • কেরলের শবরীমালায় আয়াপ্পা মন্দিরে পু্জো দিলেন দুই মহিলা। তাঁরা হলেন কনকদুর্গা (৪২) এবং বিন্দু (৪৪)। গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, সব বয়সের মহিলারাই আয়াপ্পা দর্শন করতে পারবেন। তার পর এই প্রথম কোনো মহিলা আয়াপ্পা দর্শন করলেন।

বিবিধ

  • তিনটি পৃথক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তীকরণে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে মিশতে চলেছে বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক। ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমে হবে ১৮। অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই-এর পর দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হবে ব্যাঙ্ক অব বরোদা।

খেলা

  • ক্রিকেটার কিংবদন্তী কোচ রমাকান্ত আচরেকর (৮৭) প্রয়াত হলেন। শচীন তেন্ডুলকর, লালচাঁদ রাজপুত, বিনোদ কাম্বলি, অজিত আগরকর প্রমুখ তাঁর থেকেই ক্রিকেট শিখেছিলেন।
  • ইডেন গার্ডেনসে বাংলা সরাসরি হারাল দিল্লিকে। চতুর্থ ইনিংসে ৩ উইকেট হারিয়েই ৩২২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছল বাংলা। অপরাজিত ১৮৩ রান করলেন বাংলার অভিমন্যু ঈশ্বরন।