কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুলাই ২০১৮

schedule
2018-07-03 | 07:57h
update
2018-07-03 | 07:57h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • লোকপালের নিয়োগ কবে হবে তা কেন্দ্রকে জানাতে বলল সুপ্রিম কোর্ট। ১০ দিনের মধ্যে মত জানাতে বলা হল কেন্দ্রকে।
  • রাজস্থান সরকার সে রাজ্যে গুজুর, বানজারা, গাদালিয়া, রাইকা ও গাদারিয়া-দের ওবিসি সংরক্ষণ আইনের অধীনে আনার সিদ্ধান্ত ঘোষণা করল।
  • দক্ষিণ দিল্লিতে আবাসন নির্মাণ প্রকল্পে ব্যাপক হারে গাছ কাটার উদ্যোগে স্থগিতাদেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল।
  • নীরব মোদীর বিরুদ্ধে অবশেষে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।

আন্তর্জাতিক

  • মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করলেন অ্যান্ত্রেস মানুয়েল লোপেজ ওব্রাডর। এই বামপন্থী নেতা আমলো নামে পরিচিত। ৬৪ বছরের আমলো আগে ছিলেন মেক্সিকো সিটির মেয়র। ২০০৬ ও ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে লড়েও পরাস্ত হন তিনি। তাঁরই প্রতিষ্ঠা করা দল ন্যাশনাল রিজেনারেশন মুভমেন্ট পার্টি এবার ৫৩ শতাংশ ভোট পেয়েছে। আধুনিক মেক্সিকোর ইতিহাসে এই প্রথম কোনো দল ৫০ শতাংশের বেশি ভোট পেল। প্রায় এক শতাব্দী ধরে মেক্সিকো শাসন করা ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টি ও ন্যাশনাল অ্যাকশন পার্টি মূলত দুর্নীতি, হিংসার বিরুদ্ধে ওঠা জনআন্দোলনেই পরাস্ত হল।
  • থাইল্যান্ডের ‘নাম লুয়াং নাং নোন’ গুহায় আটক ১৩ জন কিশোর ফুটবলারকে চিহ্নিত করা গেছে বলে জানা গেল। তারা জীবিতই আছে।
  • জলসঙ্কট মেটাতে দক্ষিণ মেরু থেকে হিমশৈল টেনে আনার পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরশাহি। এদিন এই তথ্য প্রকাশ পেল।
Advertisement

খেলা

  • বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানকে ৩-২ গোলে হারাল বেলজিয়াম। একটা সময় পর্যন্ত জাপান ২-০ গোলে এগিয়ে ছিল। অন্য ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারিয়ে দিল মেক্সিকোকে।
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন স্পেনের আন্দ্রে ইনিয়েস্তা। ২০০৬ সাল থেকে তিনি দেশের হয়ে ১৩৩টি ম্যাচ খেলেছেন। একবার বিশ্বকাপ, দুবার ইউরো কাপ জয়ী দলের সদস্য তিনি।
  • আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদানের জন্য আইসিসি-র হল অব ফেম-এ ঠাঁই পেলেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। পঞ্চম ভারতীয় হিসাবে এই সম্মান পেলেন দ্রাবিড়। তাঁর আগে বিষেন সিং বেদি, সুনীল গাভাস্কার, কপিলদেব ও অনিল কুম্বলে এই সম্মান পেয়েছেন।

বিবিধ

  • ডলারের সাপেক্ষে টাকার দাম হল ৬৮.৮০ টাকা প্রতি ডলার। এই দাম গত ৫ বছরে সবথেকে খারাপ জায়গায় পৌঁছল।
  • একটি স্বাধীন অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা গড়ার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ সংক্রান্ত সমস্যা মেটাতে সুশীল মেহতা কমিটির সুপারিশ মেনে এই সংস্থা গড়া হবে।
  • গত মে মাসে দেশে পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৩.৬ শতাংশ যা গত ১০ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2024 - 06:44:09
Privacy-Data & cookie usage: