কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুন, ২০১৯

519
0
Current Affairs 2 June 2019

আন্তর্জাতিক 
  • জাপানে চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেন চলার ৩০ বছরের ইতিহাসে প্রথমবার দুর্ঘটনা ঘটল। এদিন টোকিয়োর কাছে ইয়োকোয়ামায় ২০ মিটার ভুল পথে চলার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারল একটি চালকবিহীন ট্রেন। এতে জখম হয়েছেন ১৪ জন। অনির্দিষ্টকালের জন্য ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
  • মস্কোয় ওআইসি রাষ্ট্রগোষ্ঠীর সম্মেলনে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিশেষ দূত হিসবে সৌদি আরবের একজন প্রবীণ নাগরিককে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করল পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
  • আইএস সদস্য ফ্রান্সের ৯ জন নাগরিককে মৃত্যুদণ্ড দিল ইরাকের একটি আদালত। আইএস থেকে মুক্ত হওয়ার পর এখন ইরাক হাজার-হাজার সন্দেহভাজনের বিচার চলছে।
জাতীয়
  • ২০২০ সালের মার্চ মাসের মধ্যে দেশের ৮৪টি বিমানবন্দরে বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
  • রাজস্থানে পথ দুর্ঘটনায় খ্যতনামা নৃত্যশিল্পী হরিশকুমার ওরফে কুইন হরিশের মৃত্যু হল। এই দুর্ঘটনায় তাঁর সঙ্গে আরও ৫ জন লোকশিল্পীর মৃত্যু হয়েছে।
  • ভারতীয় হাইকমিশন ইসলামাবাদের সেরিনা হোটেলে যে ইফতার পার্টির আয়োজন করেছিল তার অতিথিদের আটকে দেওয়ার অভিযোগ উঠল পাক গোয়েন্দাদের বিরুদ্ধে। ফোন করে, হুমকি দিয়ে পাকিস্তানি অতিথিদের বাধা দান করা হয়েছে।
বিবিধ
  • স্পাইস জেট জানাল, তারা জেট এয়ার ওয়েজের ২০০০ কর্মীকে সংস্থায় নিয়োগ করছে এবং কেবল পেশাদার কর্মীই নিয়োগ করা হচ্ছে।
  • জানা গেল, গত মার্চ মাসে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কমেছে ২ কোটি ১৯ লক্ষ। ফলে বর্তমানে ভারতের নাগরিকদের মোবাইল ব্যবহারের শতকরা হার হল ৯০.১১। ফেব্রুয়ারিতে তা ছিল ৯১.৮৬ শতাংশ। গত ৩১ মার্চ ভারতে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১১৬ কোটি ১৮ লক্ষ জন।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারাল বাংলাদেশ।এদিন প্রথমে ব্যাট করে তাদের সংগ্রহ ৩৩০ রান। একদিনের ক্রিকেটে এটাই তাদের সর্বোচ্চ রান। ম্যান অব দ্য ম্যাচ হলেন শাকিব আল হাসান (৭০ রান এবং ১ উইকেট)। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এদিন খেললেন একদিনর ম্যাচ। একদিনের ক্রিকেট ২৫০তম উইকেট শিকার করলেন শাকিব।
  • হেভিওয়েট বক্সিং প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন অ্যান্ডি রুইজ। ফাইনালে তিনি হারালেন অ্যান্টনি জোসুয়াকে। এই প্রথমবার হার মানলেন তিনি।