কারেন্ট অ্যাফেয়ার্স ২ ডিসেম্বর ২০১৯

schedule
2019-12-04 | 09:33h
update
2019-12-04 | 09:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • হংকংয়ের উপকূলে মার্কিন যুদ্ধবিমান ৩ রণতরীর প্রবেশ আটকে দিল চিন। গত অগস্ট মাসেও সেনা মহড়ার জন্য মার্কিন রণতরীর হংকং উপকূলে প্রবেশ নিষিদ্ধ করেছিল তারা। এখন হংকংয়ের বিক্ষোভ চলাকালীন পরিস্থিতিতে পুনরায় একই পদক্ষেপ করল চিন। তারা এদিন বলেছে, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানো বন্ধ করুক ট্রাম্প প্রশাসন।’ হংকংয়ে বেশ কয়েকটি মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থার ওপরও তারা নিষেধাজ্ঞা চাপাল।
  • পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বছরে সারা বিশ্বে ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। প্রতি ২ সেকেন্ডে একজন করে ব্যক্তি বাস্তচ্যুত হচ্ছেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফ্যামের সমীক্ষা রিপোর্ট থেকে এই তথ্য জানা গেল।
  • এদিনই মাদ্রিদে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রসঙ্ঘের বৈঠক শুরু হল।
Advertisement

 

জাতীয়

  • ইতিহাস গড়লেন শিবাঙ্গী স্বরূপ। ২৪ বছরের শিবাঙ্গী দেশের প্রথম মহিলা পাইলট হিসাবে যোগ দিলেন নৌসেনায়। সাব লেফটেন্যান্ট শিবাঙ্গী ডর্নিয়ে পরিদর্শন বিমান ওড়াবেন। তাঁর বাবা তান স্বরূপও নৌ অফিসার। প্রসঙ্গত, গত মে মাসে সেনাবাহিনীর পাইলট হিসাবে কাজে যোগ দিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত। ১৯৯২ সালে সর্বপ্রথম চিকিৎসা ক্ষেত্রে পরিষেবার জন্য সেনাবাহিনীতে মহিলাদের নেওয়া শুরু হয়েছিল।
  • ভারত সফরে এলেন সুইডেনের রাজা কার্ল গুস্তাফ ও রানি সিলভিয়া। বিমান বন্দরে নিজেদের ব্যাগ তাঁরা নিজেরাই বহন করেছেন— এই দৃশ্য প্রশংসিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে এদিন বৈঠক হয় রাজার।

 

বিবিধ

  • বিরল প্রজাতির উড়ন্ত সরীসৃপের দেখা মিলল ঝাড়গ্রামের জঙ্গলে।
  • ২০১৭-১৮ অর্থবর্ষে রেরে অপারেটিং রেশিয়ো হল ১০২.৬৬। অর্থাৎ ১০০ টাকা আয় করতে রেল কর্তৃপক্ষকে খরচ করতে হচ্ছে ১০২.৬৬ টাকা। সিএজি রিপোর্ট থেকে এই তথ্য জানা গেল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে নবজাতকের সংখ্যা নেমে গেল ৩০ বছরের মধ্যে সব থেকে নীচে।
  • সুইৎজারল্যান্ডের মুদ্রায় খোদাই করা হল রজার ফেডেরারের ছবি। সে দেশের কিংবদন্তিদের মধ্যে জীবদ্দশায় তিনিই প্রথম এই সম্মান পাচ্ছেন।

 

খেলা

  • অ্যাডিলেড টেস্ট ইনিংস ও ৪৮ রানে জিতে নিল অস্ট্রেলিয়া। এদিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ২৩৯ রানে শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে চলতি সিরিজও ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়া জিতে নিল। এই নিয়ে দিন-রাতের ৬টি টেস্ট খেলে তারা প্রতিটিতেই জিতল। অস্ট্রেলিয়ার মাটিতে পর-পর ১৪টি টেস্ট হারল পাকিস্তান।
  • আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মালদ্বীপের বিরুদ্ধে শূন্য রানে ৬ উইকেট সংগ্রহ করে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড করলেন নেপালের মহিলা ক্রিকেটার অঞ্জলি চন্দ। মাত্র ১৩ বলে এই কীর্তি স্থাপন করলেন ২৪ বছরের অঞ্জলি।
  • ২০১৯ সালের শ্রেষ্ঠ ফুটবলারের ব্যালন ডি’ওর পুরস্কার পেলেন লিওনেল মেসি। এই নিয়ে তিনি ষষ্ঠবার এই পুরস্কার পেলেন। শ্রেষ্ঠ গোলরক্ষক এবং শ্রেষ্ঠ মহিলা ফুটবলারের পুরস্কার পেলেন যথাক্রমে ব্রাজিলের অ্যালিসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেগান র‍্যাপিনু।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (২২৬)। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে কোনো সফরকারী দলের অধিনায়ক টেস্টে দ্বিশতরান করলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2024 - 19:07:11
Privacy-Data & cookie usage: