কারেন্ট অ্যাফেয়ার্স ২ ডিসেম্বর, ২০১৮

schedule
2018-12-03 | 12:22h
update
2018-12-03 | 12:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মেক্সিকোয় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন বামপন্থী নেতা মানুয়েল লোপেজ ওব্রাডর। তিনি ২০০৬ ও ২০১২ সালের নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। তিনি মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র।
  • বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদী গোষ্ঠী জামাতে ইসলামি দলের প্রার্থীদের নিজেদের দলের প্রার্থী বলে ঘোষণা করল বিএনপি। আসন্ন সাধারণ নির্বাচনে এমন প্রার্থীর সংখ্যা ২৫। প্রসঙ্গত, বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা এবং জাতীয় সংগীত গাইতে অস্বীকার করার জন্য আগেই জামাতের রেজিস্ট্রেশন বাতিল করেছিল আদালত।
  • ‘ইয়েলো ভেস্ট’ (ফরাসিতে ‘লে জিলেৎ জোন’ les gilets jaunes) আন্দালনে উত্তাল হয়ে উঠল ফ্রান্স। গোটা সেন্ট্রাল প্যারিস জুড়ে চলল তাণ্ডব। জ্বালানির দাম বৃদ্ধি ও রাষ্ট্রপতি মাক্রোঁর ইস্তফা চেয়ে রণক্ষেত্র হয়ে ওঠে প্যারিসের রাজপথ।
Advertisement

জাতীয়

  • দেশের ২৩তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন সুনীল অরোরা। অন্যদিকে, অবসর নেওয়ার পরই সদ্যপ্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বললেন, নোট বাতিলের পদক্ষেপ কালো টাকায় কোনো প্রভাবই ফেলতে পারেনি।

বিবিধ

  • চিন-মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক বিবাদের নিষ্পত্তি হল বলে মনে করা হচ্ছে। বুয়েনস আয়ারসে জি২০ শীর্ষ সম্মেলনের অবসরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চিনের রাষ্ট্রপতি জি জিনফিংয়ের মধ্যে বৈঠকে ঠিক হল, আপাতত কোনো পক্ষই আর নতুন করে শুল্ক বসাবে না।
  • পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের ৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাদে সোলার প্যানেল বসিয়ে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ এগিয়েছে বলে জানাল পর্ষদ। ব্যান্ডেল, কোলাঘাট, বক্রেশ্বর, সাঁওতালডিহি এবং সাগরদিঘিতে প্যানেল বসানো সম্পূর্ণ হয়েছে বলে জানানো হল।

খেলা

  • হকি বিশ্বকাপে বেলজিয়াম-ভারত ম্যাচ ২-২ গোলে ড্র হল। কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচও ১-১ গোলে ড্র হল।
  • ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারাল বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশ ইনিংসে জয়ী হল। প্রথম টেস্টেও তারা ৬৪ রানে জয়ী হয়েছিল। ২-০ ব্যবধানে সিরিজ জিতল বংলাদেশ। দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন মেহেদি হাসান মিরাজ। এই সিরিজে বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন ৪০টি উইকেট।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.05.2024 - 19:57:27
Privacy-Data & cookie usage: