কারেন্ট অ্যাফেয়ার্স ২ নভেম্বর, ২০১৮

schedule
2018-11-03 | 12:18h
update
2018-11-03 | 12:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • পুনরায় বোফর্স মামলার তদন্ত শুরু করার জন্য সিবিআইয়ের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০০৫ সালে দিল্লি হাইকোর্ট হিন্দুজা ভাই সহ অভিযুক্তদের বেকসুর খালাস করে দিয়েছিল। সেই রায়ের ৪৫২২ দিন পর নতুন করে মামলা শুরুর আবেদনে রাজি হয়নি সর্বোচ্চ আদালত।
  • উত্তরাখণ্ডের চামোলির জেলাশাসক স্বাতী ভোদেরিয়া তাঁর ২ বছরের ছেলেকে অঙ্গনওয়াডি কেন্দ্রে ভর্তি করলেন। স্বাতী এবং তাঁর স্বামী দুজনেই আইএএস অফিসার।

আন্তর্জাতিক

  • যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের মুখ হয়ে উঠেছিল যে সেই সাত বছরের শিশু, সেই আমাল হুসেনের মৃত্যু হল। আসলাম শহরে তার মৃত্যু হয়েছে। তার কঙ্কালসার চেহারা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বাস্তব ছবিটা তুলে ধরেছিল বিশ্ববাসীর সামনে।
  • চিন সফরে উপস্থিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন তাঁর সঙ্গে বৈঠক হল চিনের রাষ্ট্রপতি জি জিনফিংয়ের। পাকিস্তানকে ৬০০ কোটি ডলার অর্থ সাহায্যের ঘোষণা করলেন জিনফিং।
  • আগামী ৫ নভেম্বর থেকে ইরানের তেল রপ্তানিতে ভারত সহ ৮টি শাসনক্ষেত্র মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে জানালেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়া।
Advertisement

খেলা

  • ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিংয়ের তদন্ত প্রমাণের অভাবে সমাপ্ত করা যায়নি বলে জানালেন এই ঘটনার তদন্তকারী আইপিএস অফিসার বি বি মিশ্র।
  • সিডনির সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ফুটবল ক্লাবে খেলা হবে না উসেইন বোল্টের। তিনি এই ক্লাবে ট্রায়াল দিলেও উত্তীর্ণ হতে পারেননি।
  • ভারতে ফুটবল, ক্রিকেট, কবাডির পর প্রো-ভলিবল লিগও শুরু হবে। ২০১৯ সালের ফেব্রয়ারি মাস থেকে শুরু হবে ওই প্রতিযোগিতা। জানানো হল, এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন পি ভি সিন্ধু এবং যুক্তরাষ্ট্রের তারকা ডেভিড লি।
  • ইডেন গার্ডেন্সে সিএবি আয়োজিত জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা প্রদান করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ।

বিবিধ

  • অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ১২টি নতুন সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এর মধ্যে অন্যতম হল অনলাইনে মাত্র ৫৯ মিনিটের মধ্যে এক কোটি টাকা পর্যন্ত ঋণের আবেদন অনুমোদন। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী ২০ শতাংশের পরিবের্ত ২৫ শতাংশ বাধ্যতামূলক ভাবে ছোট ও মাঝারি শিল্পসংস্থাগুলি থেকে কিনবে বলেও জানানো হল।
  • নীরব মোদীর দুর্নীতির পরে পর-পর তিনটি ত্রৈমাসিকে লোকসান হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। সর্বশেষ ত্রৈমাসিকে তাদের ৪৫৩২.৩৫ কোটি টাকা নিট লোকসান হয়েছে বলে জানানো হল।
  • একদিনে ডলারের সাপেক্ষে টাকার দাম বাড়ল ১০২ পয়সা। দুদিনে ১৫০ পয়সা দাম বাড়ল টাকার। এদিন তা হল ৭২ টাকা ৪৫ পয়সা প্রতি ডলার। গত ৫ বছরে এই বৃদ্ধি সর্বোচ্চ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 22:12:22
Privacy-Data & cookie usage: