কারেন্ট অ্যাফেয়ার্স ২ ফেব্রুয়ারি, ২০১৯

schedule
2019-02-05 | 12:34h
update
2019-02-05 | 12:34h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯৮৭ সালে যে ক্ষেপণাস্ত্র চুক্তি করা হয়েছিল তা থেকে বেরিয়ে এল রাশিয়া। রোনাল্ড রেগন ও মিখাইল গর্বাচভের মধ্যে ওই চুক্তি হয়েছিল। মর্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগেই চুক্তি ভাঙার কথা বলেছিলেন।
  • অস্ট্রেলিয়ার সর্বাচ্চ সাহিত্য সম্মান ‘ভিক্টোরিয়ান প্রাইজ ফর লিটারেচার’ পেল বেহরাউজ বুচানির লেখা একটি বই। বুচানি ইরানের নাগরিক। ৬ বছর আগে তিনি শরণার্থী হিসাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করে বন্দি হন। অন্য শরণার্থীদের সঙ্গে তাঁকেও আটক করে রাখা হয়েছিল পাপুয়া নিউগিনির একটি শিবিরে। তিনি সেখান থেকে ফোনে লেখা কপি হোয়াটস অ্যাপে পাঠালেন অস্ট্রেলিয়ার এক অনুবাদককে। এ ভাবেই ছাপা হয়েছে ‘নো ফ্রেন্ডস বাট দ্য মাউন্টেনস’। এরপর সেই অস্ট্রেলিয়ারই সর্বোচ্চ সাহিত্য সম্মান জিতে নিল বইটি।
Advertisement

জাতীয়

  • সিবিআই অধিকর্তা হিসাবে নিযুক্ত হলেন ঋষিকুমার শুক্ল। এর আগে তিনি ছিলেন মধ্যপ্রদেশ পুলিশের ডিসি। তিনি ১৯৮৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার।

বিবিধ

  • আগামী অর্থবর্ষে  বিলগ্নীকরণের মাধ্যমে ৯০,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। ১০টি রাষ্ট্রায়ত্ত সস্থার ক্ষেত্রে বাজারে প্রথম শেয়ার ছাড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
  • ২০১৮-১৯ অর্থবর্ষে কেন্দ্রের জিএসটি সংগ্রহে কেন্দ্রের ছাড় পাওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৭.৪৩ লক্ষ কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রা হয়েছে ৬.৪৩ লক্ষ কোটি টাকা। নতুন অর্থবর্ষে ৭.৬১ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা নেওয়া হল।

খেলা

  • আইসিসি মহিলা ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা। পঞ্চম স্থান পেলেন মিতালি রাজ।
  • ডেভিস কাপ কোয়ালিফায়ার্সে ইতালি ৩-১ ব্যবধানে হারাল ভারতকে। এদিন রোহন বোপান্না-দ্বিবীজ শরণ জুটি ডাবলসে জিতলেও রিভার্স সিঙ্গলসে হারল ভারত।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2024 - 04:05:52
Privacy-Data & cookie usage: