কারেন্ট অ্যাফেয়ার্স ২ মে ২০২০

471
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে কোভিড ১৯-এর দাপট কমার কোনো লক্ষণই নেই৷ ২,৪৩,৫৬৯ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ আক্রান্ত হয়েছেন ৩৪,৬২,৯০৩ জন৷ যদিও বিভিন্ন দেশ লকডাউন শিথিল করছে৷ স্পেনে ৭ সপ্তাহ পর লকডাউন উঠল৷ নিউ ইয়র্কে গোটা বছরের জন্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখে অনলাইন ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে৷ পাকিস্তানে সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে৷ সেখানে করোনা ভাইরাসে ৪১৭ জনের মৃত্যু হয়েছে৷ উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির “ব্যাট ওম্যান” নিয়ে পরিচালিত গবেষক শি চেঙ্গ লি এদিন প্রকাশ্যে এসেছেন৷ তাঁর “অন্তর্ধান” নিয়ে বিভিন্ন গুজব শোনা গিয়েছিল৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিং জং উনের শারীরিক অবস্থা নিয়েও গুজব রয়েছিল৷ তিনিও একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন প্রকাশ্যে এসেছেন৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে ১২২৩ জনের মৃত্যু হল৷ আক্রান্ত হয়েছেন ৩৭,৭৭৬ জন৷ দেশে মোট আক্রান্তের অর্ধেক মানুষই ১০টি বড় শহরের বাসিন্দা৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১ হাজার অতিক্রম করল৷ সেখানে করোনায় ৪৮৫ জনের মৃত্যু হয়েছে৷ গুজরাটে ২৩৬ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ পরিযায়ী শ্রমিকদের জন্য এদিন ৬টি আন্তঃরাজ্য শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হল, যদিও যাত্রীদের ভাড়া মকুব হয়নি৷ করোনা সংক্রমণে নয়াদিল্লিতে মৃত্যু হল লোকপাল সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে ত্রিপাঠীর৷ গত ২৪ ঘণ্টায় দেশে ৭১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ২৪১১ জন৷ দেশজুড়ে ডাক পরিষেবা অব্যাহত থাকলেও মহারাষ্ট্রে তা বন্ধ রাখার কথা জানানো হল৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য, দেশে গ্রিন, অরেঞ্জ ও রেড জোনের সংখ্যা থাক্রমে ৩১৯, ২৮৪ ও ১৩০৷

 

বিবিধ

  • সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীর সূচনা হল৷ ১৯২১ সালের ২ মে তিনি জন্মগ্রহণ করেন৷ সারাবছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত পরিচালক-লেখক সত্যজিৎ স্মরণের পরিকল্পনা জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক৷
  • ৩৩ বছর পর দূরদর্শনে সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক রামায়ণ৷ কমপক্ষে ৭ কোটি ৭ লক্ষ দর্শক তা দেখছেন বলে জানানো হল দূরদর্শন কর্তৃপক্ষের তরফে৷

 

খেলা

  • ২০৩২ সালে অলিম্পিক আয়োজনের দাবি ভারত জানাবে বলে জানালেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি নরিন্দর বাত্রা৷